পথশ্রী প্রকল্পের রাস্তা সারাইয়ের ক্ষেত্রে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ। আরও বলা হয়েছে ১২ ফুট রাস্তা ছিল আগে যা এখন ১০ ফুটেরও কম চওড়া রাস্তা করছে দাবি। এই দাবি করে গ্রামবাসীরা কাজে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয় বলে জানা গিয়েছে। রাস্তা তৈরিরর শুরু করেও বন্ধ করে দিয়ে চলে যেতে হয় ঠিকাদারকে।
নদীয়ার তেহট্ট থানার মালিয়াপোতার এক নম্বর পঞ্চায়েতের অধীনে রাস্তার কাজ শুরু হয়। মালিয়াপোতা থেকে টেংরামারি ব্রিজ পর্যন্ত এই রাস্তা। গ্রামবাসীরা কাজের শুরুতে খুশি হয়। তবে রাস্তার কাজ শুরু হলে দলগত নয় গ্রামবাসী সিডিউল দেখতে চায়। তা না দেখিয়ে ঠিকাদার এর কাছ থেকে জানে ৯ ফুট ১০ ইঞ্চি চওড়া রাস্তা সারাই হবে। একইসঙ্গে তিন ইঞ্চি উঁচু হবে রাস্তা।