1/7পৃথিবীর বুকে যে কোনও বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে, তা মাটির দিকে ধাবমান হয়। এই সত্য ঘটনার নেপথ্যে রয়েছে মাধ্যাকর্ষণ শক্তি। যে মাধ্যাকর্ষণ শক্তি সপ্তদশ শতকে আবিষ্কার করেছিলেন ব্রিটিশ বিজ্ঞানী আইস্যাক নিউটন। উল্লেখ্য, মাধ্যাকর্ষণ শক্তির ফলে হাঁটা চলা থেকে শুরু করে বিভিন্ন কাজ স্বাভাবিকভাবে ঘটে যায় পৃথিবীর বুকে। কিন্তু জানেন কি, এই বিশ্বেই এমন একাধিক জায়গা রয়েছে, যেখানে মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে নানান ধরনের প্রশ্ন ওঠে! এমন ছয়টি বিস্ময়কর তথা রহস্যময় এলাকার তথ্য দেখে নেওয়া যাক। (Wikimedia,Instagram/@trekcommunity.in)
2022-04-09