রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার তিন বছরের জুটিতে ভারত দেখেছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়। কোচ হিসেবে নিজের সাফল্যের কৃতিত্ব অধিনায়ক রোহিতকেই দিলেন ‘দ্য ওয়াল’। তাঁর মতে, রোহিত কেবল একজন অধিনায়ক নন, তিনি একজন পথপ্রদর্শক যিনি দলের স্বার্থে নিজের ব্যক্তিগত পরিসংখ্যান ত্যাগ করতেও দ্বিধা করেননি।
সাদা বলের ক্রিকেটে আমূল পরিবর্তন
দ্রাবিড় জানান, গত এক দশকে সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটিংয়ের ধরন দ্রুত বদলেছে। এক সময় মনে হচ্ছিল ভারত কিছুটা পিছিয়ে পড়ছে। সেই কঠিন সময়ে অধিনায়ক হিসেবে রোহিতই ঝুঁকি নেওয়ার সাহস দেখিয়েছিলেন। দ্রাবিড়ের ভাষায়:
- নিঃস্বার্থ ব্যাটিং: নিজের ব্যাটিং গড় বা বড় রানের মোহ ত্যাগ করে দলের রানের গতি বাড়াতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতেন রোহিত।
- ঝুঁকি নেওয়ার মানসিকতা: অধিনায়ক যখন নিজে বুক চিতিয়ে ঝুঁকি নেন, তখন দলের বাকি ক্রিকেটার এবং কোচের কাজ অনেক সহজ হয়ে যায়।
- মানসিক স্বচ্ছতা: দলের ব্যাটিং কৌশল বদলানোর সময় রোহিতের স্পষ্ট চিন্তাভাবনা কোচকে পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করেছিল।
ব্যাটার রোহিতের পরিসংখ্যান ও প্রভাব
শুধু অধিনায়ক নন, ব্যাটার রোহিতকেও সেরার সম্মান দিয়েছেন দ্রাবিড়। ২০১৯ বিশ্বকাপে রোহিতের পাঁচটি শতরানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ওপেনিংয়ে নেমে রোহিত যে ছন্দ তৈরি করে দেন, তা মিডল অর্ডারের চাপ কমিয়ে দেয়। তাঁর আক্রমণাত্মক শুরুই ভারতীয় দলকে আধুনিক ক্রিকেটের সাথে তাল মেলাতে সাহায্য করেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কারিগর
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব পুরোপুরি রোহিতকে দিয়ে দ্রাবিড় বলেন, “ওভার প্রতি বেশি রান তোলার জেদ এবং সেই লক্ষ্যে অবিচল থাকা সহজ ছিল না। কিন্তু রোহিত বিষয়টিকে খুব সহজ করে তুলেছিলেন।” দ্রাবিড় মনে করেন, রোহিতের এই আক্রমণাত্মক দর্শনই ভারতীয় দলকে বিশ্বচ্যাম্পিয়ন করেছে।
ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়-রোহিত জমানার ইতি ঘটলেও, তাঁদের তৈরি করে দেওয়া এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধারা আগামী দিনেও টিম ইন্ডিয়ার পাথেয় হবে বলে ক্রিকেট মহলের বিশ্বাস।

