বখরা নিয়ে ঝামেলা, রাতের অন্ধকারে সীমান্তে চলল গুলি। পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক গোরু পাচারকারী। বুধবার রাতে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের উজাল এলাকায়। ঘটনার পরেই এলাকায় পৌঁছে রক্তাক্ত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে হিলি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, আহত ওই ব্যক্তির নাম রানা মন্ডল। বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সুত্রের খবর অনুযায়ী, ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে বেশকিছুদিন ধরেই হিলির উজাল সীমান্ত এলাকায় দেদারে চলছিল গোরুপাচার। যে ঘটনা প্রতিহত করতে গিয়ে বিএসএফের উপরেও চড়াও হয় পাচারকারীরা। পালটা বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছিল এক বাংলাদেশী পাচারকারীর। এছাড়াও গুলিবিদ্ধ হয়েছিল এক ভারতীয় পাচারকারী। যদিও ঘটনার মূল চক্রীরা এসবকে উপেক্ষা করে অব্যাহত রেখেছিল তাদের গোরু পাচার। রাঘব বোয়ালদের যে তালিকায় রয়েছে হিলি ও ত্রিমোহিনীর একাধিক কুখ্যাত পাচারকারীরা। ওইদিন রাতে যে গোরু পাচারের টাকার ভাগাভাগি নিয়েই চলছিল রানা মন্ডল ও মিঠুন মন্ডলের মধ্যে বচসা। যা হাতাহাতিতে পৌছাতেই রানাকে লক্ষ্য করে গুলি ছোড়ে মিঠুন। যে গুলিতেই আহত হন রানা মন্ডল।
রানা এবং মিঠুন দুজনই এলাকার কুখ্যাত পাচারকারী হিসাবেই পরিচিত পুলিশি তালিকায়। এদিন রাতে সীমান্ত এলাকায় এমন গুলির শব্দ পেয়েই আতঙ্ক তৈরি হয় এলাকায়। যার খবর পেতেই এলাকায় হাজির হয় হিলি থানার পুলিশ। পুলিশ তৎপরতার সাথে ওইদিন রাতেই গুলিবিদ্ধ রানাকে আটক করে। যদিও এলাকা ছেড়ে পালাতে সক্ষম হয় মিঠুন মন্ডল। এই ঘটনার পরেই রক্তাক্ত রানা মন্ডলকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করে হিলি থানার পুলিশ। বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সে।
ডিএসপি সদর সোমনাথ ঝাঁ জানিয়েছেন, গুলির খবর পেয়েই এলাকায় পৌছে আহত ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে। মূল অভিযুক্ত পলাতক রয়েছে। সীমান্ত এলাকায় কোনো কিছু নিয়ে ঝামেলার জেরেই এই গুলি। দু’জনেই অবৈধ কারবারী হিসাবে চিহ্নিত।