Mumbai: সিন্ডের মহারাষ্ট্র ক্রমেই যোগী UP? এবার মুম্বইয়ে মাদক-জল খাইয়ে বেহুঁশ তরুণীর দেহ-দখল…

ফের প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা। মুম্বইতে এক কিশোরীকে গণধর্ষণের মর্মান্তিক ঘটনা সামনে আসে। জানা গিয়েছে, বান্দ্রা এলাকায় ১৮ বছর বয়সী কিশোরী নেশাগ্রস্ত করিয়ে গণধর্ষণ করা হয়েছে। নির্মল নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নির্মল নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইতোমধ্যেই, পুলিস এই মামলায় ৩১ বছর বয়সী একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। অন্য অভিযুক্ত এখনও পলাতক। জানা গিয়েছে, আত্মীয়ের বাড়ি ছেড়ে বলে নির্যাতিতাকে অভিযুক্তরা গাড়িতে বসায়। তারপর জলের মধ্যে মাদক মিশিয়ে তাঁকে পান করতে দেয়। কিশোরী অজ্ঞান হয়ে গেলে তাঁর উপর নির্যাতন চালানো হয়। 

জানা গিয়েছে, তাকে জলের মধ্যে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দেওয়া হয়। অজান্তেই জল খাওয়ার পর সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর অভিযুক্তরা অভিযোগ করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। নির্মল নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অভিযুক্তের খোঁজ চলছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই  বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন রাত্রে। আর তখনই তিন অজ্ঞাত যুবক এসে পুরুষ বন্ধুকে আটকে রেখে গণধর্ষণ করল মহিলা বন্ধুকে। এমনকি পুরুষ বন্ধুকে বেধরক মারধরও করা হয় বলে অভিযোগ। মহারাষ্ট্রের পুনের কোন্ধওয়া থানা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিস এই ঘটনার তদন্ত করছে।

পুলিস সুত্রে খবর, ২১ বছরের ওই নির্যাতিতা তরুণী তাঁর পুরুষ বন্ধুর সঙ্গে রাতে বোপদেব ঘাটে ঘুরতে গিয়েছিলেন। আর সেখানেই তিন অজ্ঞাতপরিচয়ের যুবক এসে তাঁদের আক্রমণ করেন। তাঁর পুরুষ বন্ধুকে মারধর করে গাছে বেঁধে রাখে এবং মহিলা বন্ধুকে তিনজন মিলে গণধর্ষণ করে। অভিযুক্তরা সেখান থেকে চলে গেলে নির্যাতিতার বন্ধু কোনওমতে বেরিয়ে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। পুলিস জানিয়েছে, শুক্রবার ভোর ৫টা নাগাদ থানায় এই ঘটনার অভিযোগ জানানো হয়। তারপরেই পুলিস ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। গণধর্ষণে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তদের তল্লাশি ও গ্রেফতারের জন্য ক্রাইম ব্রাঞ্চ ও ডিটেকশন ব্রাঞ্চের দশটি টিম মোতায়েন করা হয়েছে। নির্যাতিতার বয়ানও রেকর্ড করেছে পুলিস। পুলিস নিশ্চিত করেছে, নির্যাতিতা ও তাঁর পুরুষ বন্ধু দুজনেই কলেজ পড়ুয়া।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.