এবার বায়ুদূষণের কবলে বাণিজ্যনগরী মুম্বই। রবিবার সকালে হাওয়া খারাপ ছিল মুম্বইয়ে, ধোঁয়াশায় ঢেকে ছিল বাণিজ্যনগরী। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ-ইন্ডিয়া অনুসারে মুম্বইতে রবিবার বাতাসের গুণমান ‘খারাপ’ পর্যায়ে ছিল। দূষণের জন্য অস্বস্তি অনুভব করেছেন মুম্বইয়ের জনগণ।
এই বায়ুদূষণের জন্য মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন শিবসেনা নেতা (উদ্ধব ঠাকরে) আদিত্য ঠাকরে। তিনি এদিন বলেছেন, মুম্বইয়ের দূষণ নিয়ে নীরব মহারাষ্ট্র সরকার। দূষণের উৎস খুঁজে বের করতে হবে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে, কিন্তু শিন্ডে সরকার দূষণ নিয়ে মোটেও উদ্বিগ্ন নয়।