আপনার এলাকা উন্নয়নের তহবিলে আবারও টাকা পাবেন সাংসদরা, চালু হচ্ছে MPLAD

দেড় বছর পর আবারও চালু হচ্ছে সাংসদ উন্নয়ন তহবিল (এমপিল্যাড)। চলতি অর্থবর্ষের বাকি সময় এমপিল্যাডের টাকা জমা পড়বে। এবার দু’কোটি টাকা দেওয়া হবে। পরবর্তী অর্থবর্ষ থেকে পাঁচ কোটি টাকা মিলবে।

করোনা মোকাবিলায় গত বছর এপ্রিলে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, আগামী দু’বছরের সাংসদ উন্নয়ন তহবিলে (এমপিল্যাড) টাকা (প্রায় ৭,৯০০ কোটি টাকা) জমা পড়বে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অর্থ সম্মিলিত তহবিলে (কনসোলিডেটেড ফান্ড) চলে যাবে বলে জানানো হয়েছিল। যদিও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিলেন একাধিক বিরোধী দলের নেতারা। এমপিল্যাডের টাকা চালু করার দাবি তুলেছিল তৃণমূল কংগ্রেসও।

অবশেষে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, আবারও সাংসদ উন্নয়ন তহবিল চালু করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। চলতি অর্থবর্ষের বাকি সময় সাংসদ উন্নয়ন তহবিল বাবদ দু’কোটি টাকা জমা পড়বে। এক কিস্তিতেই সেই টাকা দেওয়া হবে। তারপর থেকে পাঁচ কোটি টাকা মিলবে। যা ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত চালু থাকবে। আগামী অর্থবর্ষ (২০২২-২৩) থেকে দুই কিস্তিতে পাঁচ কোটি দেওয়া হবে। অর্থাৎ প্রতিটি কিস্তিতে ২.৫ কোটি টাকা দেওয়া হবে।https://www.youtube.com/embed/n_YdSLQzHhE

উল্লেখ্য, এমপিল্যাডের আওতায় যে পাঁচ কোটি টাকা পান সাংসদরা, তা নিয়ে নিজেদের লোকসভা এলাকায় উন্নয়মূলক কাজ করতে পারেন। ফলে সেই টাকা বন্ধ হয়ে যাওয়ায় নিজেদের লোকসভা এলাকায় উন্নয়নমূলক কাজ থমকে গিয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.