বিজেপির নতুন কর্মসূচি “আমার মাটি আমার দেশ” এর প্রচারে মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ মেদিনীপুর শহরের ২০ নং ওয়ার্ডের জুগনিতলা এলাকার কালি মন্দিরে পুজো দিয়ে আমার মাটি আমার দেশ কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি প্রচার করলেন মেদিনীপুর লোকসভার সাংসদ তথা বিজেপির সর্ব ভারতীয় নেতা দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন দলের জেলা সভাপতি তাপস মিশ্র, মেদিনীপুর শহরের মন্ডল ২- এর সহ সভাপতি বিশ্বনাথ পট্টনায়ক সহ অন্যান্য কার্যকর্তারা।
গৃহ সম্পর্ক অভিযানে এসে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পশ্চিমবঙ্গের একটি জায়গায় বুলেট নামে একজন রীতিমতো ভিজিটিং কার্ড ছাপিয়ে খুনের সুপারি দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, যে পার্টির সরকার চলছে, দুটোতেই ক্রিমিনালরা, দোষীরা, খুনীরা আছে। নেতা করে দিয়েছে কাউকে, এমএলএ,
এমপি করে দিয়েছে টিকিট দিয়ে। মার্ডারাররা, খুনিরা, মাফিয়ারা, তারাই এখন জনপ্রতিনিধি। তারাই এখন পার্টির নেতা, তাই ভিজিটিং কার্ড তো ছাপবেই। তাদেরতো সমাজের সঙ্গে সম্পর্ক রাখতে ভিজিটিং কার্ড ছাপাতে হবে। পুরো সরকার, পার্টি, সমাজ অপরাধীকরণ হয়ে গিয়েছে।
তাছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে সার্কাসের জোকার বলেছেন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কংগ্রেস পার্টির অস্তিত্বই নেই, ওরা রাষ্ট্রপতি, রাজ্যপালের পদের গরিমাকে নষ্ট করে দিয়েছে, এখন উল্টো পাল্টা বলছে।