উত্তরপ্রদেশ পুলিশের
এনকাউন্টারে মৃত্যু হল কাশগঞ্জ
ঘটনার মূল অভিযুক্ত মোতি সিংয়ের। রবিবার ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্যও ছড়িয়েছে ।এর আগে পুলিশের গুলিতে মারা
গিয়েছিল মোতির ভাই এলকারও।
সম্প্রতি উত্তরপ্রদেশের কাশগঞ্জ জেলার
নাগলা ধীমের গ্রামে অবৈধ মদের কারখানা গড়ে ওঠার খবর পায় পুলিশ। তারপরই সেই
কারখানা বন্ধ করতে ওই গ্রামে গিয়েছিলেন দুই পুলিশ কর্মী। সাব ইন্সপেক্টর অশোক ও
কনস্টেবল দেবেন্দ্র গ্রামে ঢুকতেই মাফিয়া মোতির সাগরেদরা তাঁদের উপর চড়াও হয়।
লাঠি-বল্লম দিয়ে দুই পুলিশকর্মীকে বেধড়ক মারধর করে তারা। ঘটনাস্থলেই কনস্টেবলের
মৃত্যু হয়। কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন সাব ইন্সপেক্টর অশোক। তিনিই পুরো
ঘটনার কথা উচ্চ পদাধিকারীদের জানান। এরপরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়ে দেন,
উত্তরপ্রদেশে মাফিয়ারাজ চলবে না। অপরাধীদের জন্য
জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। এরপরই
বিশাল পুলিশবাহিনী অভিযান চালিয়ে ভোররাতে
গোটা গ্রাম ঘিরে ফেলে তারা। মোতি ও তার সাঙ্গপাঙ্গদের আত্মসমর্পণ করতে নির্দেশ
দেওয়া হয়। বদলে পালটা গুলি চালায় দুষ্কৃতীদের দলটি। সেই সময় পুলিশের গুলিতে
মদচক্রের পাণ্ডার ভাই এলকারের মৃত্যু হয়। পালিয়ে যায় মোতি। এরপরেই রবিবার পুলিশের
গুলিতেই মৃত্যু হয় এই লিকার মাফিয়ার।