স্বগৃহে পৌঁছলো নকশালি হামলায় শহিদ সিআরপিএফের ইনস্পেক্টর দিলীপ দাসের নশ্বর দেহ

স্বগৃহে এসে পৌঁছেছে ছত্তিশগড়ে নকশালি হামলায় শহিদ সিআরপিএফ-এর ইনস্পেক্টর দিলীপ কুমার দাসের নশ্বর দেহ। আজ সোমবার গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে শহিদ দাসের কফিন বন্দি মরদেহ। 
বিমানবন্দরে তাঁকে সামরিক অভিবাদন জানানোর পর বীর শহিদের নশ্বর দেহ ধারাপুরে অবস্থিত ১৭৫ সিআরপিএফ ছাউনিতে নেওয়া হয়। সেখানে শহিদ বীর সেনানিকে শেষ শ্ৰদ্ধা জ্ঞাপন করেন সিআরপিএফ এবং অসম পুলিশের পদস্থ আধিকারিক ও জওয়ানরা। শ্ৰদ্ধাঞ্জলির পর শহিদ দিলীপ কুমার দাসের নশ্বর দেহ বরপেটা জেলার সরুপেটায় তাঁর নিজের বাড়ি নিয়ে যাওয়া হয়। 
অতি জনপ্রিয় যুবক দিলীপ কুমার দাসের মরদেহ সরুপেটার গ্রামের বাড়িতে আসলে গোটা অঞ্চলে শোকের ছায়া নেমে আাসে। হৃদয় বিদারক কান্নার রোল ওঠে গোটা গ্রামে। শহিদ দিলীপ দাস তাঁর পত্নী এবং দুই কন্যা সন্তান রেখে গেছেন। ২০০১ সালে তিনি সিআরপিএফে যোগদান করেছিলেন। 
শনিবার (৩ এপ্রিল) ছত্তিশগড়ের বিজাপুর ও সুকমা জেলা সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েছিলেন সিআরপিএফ জওয়ানরা। তখন নিরাপত্তা বাহিনীর ওপর অতৰ্কিত বর্বরোচিত হামলা চালায় মাওবাদী নকশালিরা। মাও হামলায় মোট ২৪ জন জওয়ান শহিদ হয়েছেন। 
তাঁদের মধ্যে অসমের আরও এক বীর জওয়ান গোয়ালপাড়া জেলার দুধনৈ এলাকার বাবলু রাভাও শহিদ হয়েছেন। শহিদ বাবলু রাভার বাড়ি গোয়ালপাড়া জেলার দুধনৈয়ের নিকটবৰ্তী দামরা পাটপাড়ায়। গতকাল তাঁর নশ্বর দেহ অসমে এসেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.