আন্দোলনের ‘নৈতিক জয়’, সন্দীপের গ্রেফতারিতে খুশিতে উদ্বেল জুনিয়র ডাক্তারেরা, তবে ‘সিপির ইস্তফাও চাই’

আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর পেরিয়ে গিয়েছে ২৩ দিন। রোজই পথে নেমেছেন সাধারণ মানুষ। পথে নেমেছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও। এ বার বিচারের দাবিতে সোমবার ‘লালবাজার অভিযান’-এর ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। দুপুর ২টোয় কলেজ স্কোয়্যার থেকে মিছিল করে লালবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৬ key status

গ্রেফতার সন্দীপ, উচ্ছ্বাস আন্দোলনকারী ডাক্তারদের

এর মধ্যেই গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার রাতে তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে। সন্দীপের গ্রেফতারির খবরে খুশির ঢল অবস্থান স্থলে। আন্দোলনকারীদের কেউ কেউ বলছেন, ‘‘সন্দীপের গ্রেফতারি আন্দোলনের নৈতিক জয়।’’ তবে এখনই  আন্দোলন থামাচ্ছেন না জুনিয়র চিকিৎসকেরা। আন্দোলনকারী এক চিকিৎসক অনিকেত মাহাতো বললেন, ‘‘সকল আন্দোলনকারী ছাত্রছাত্রীদের কুর্নিশ। তবে সন্দীপ গ্রেফতার হলেও আন্দোলন চলবে।’’  

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৩ key status

আবার আন্দোলনকারীদের মুখোমুখি রূপেশ

আরও এক বার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এলেন পুলিশের জয়েন্ট কমিশনার (ট্রাফিক) রূপেশ কুমার। আবারও প্রস্তাব দিলেন, আন্দোলনকারীদের প্রতিনিধিরা লালবাজারে গিয়ে কথা বলুন। কোনও পরিস্থিতিতেই মিছিল এগোতে দেওয়া যাবে না। তবু আন্দোলনকারীরা এখনও দাবি থেকে নড়তে নারাজ। তাঁরা বারবার বলছেন, ‘‘আপনাদের সিপি স্যারকে নিয়ে আসুন। ব্যারিকেডের বাইরে থেকেই কথা বলব আমরা।’’

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ২০:০০ key status

‘অবস্থানে’ পুলিশও

ছাত্রদের মতোই নিজেদের সিদ্ধান্তে অনড় পুলিশও। এখনও পর্যন্ত মানা হয়নি আন্দোলনকারীদের দাবি। ব্যারিকেডের ওপারে বসে পড়েছেন পুলিশ কর্তারা।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪১ key status

আন্দোলনকারীদের মুখোমুখি পুলিশের অতিরিক্ত কমিশনার

আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে কথা বললেন পুলিশের অতিরিক্ত কমিশনার অশেষ বিশ্বাস। বললেন, ‘‘লালবাজারে এসে কথা বলুন।’’ কিন্তু বিনীতের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। তাঁদের দাবি, যত দূর মিছিল করার অনুমতি দেওয়া হয়েছিল, তত পর্যন্তই যেতে দিতে হবে মিছিল। নয়তো আসতে হবে স্বয়ং কমিশনারকে। তাঁরা সাফ বলে দিলেন, ‘‘৩৬ ঘণ্টা ডিউটি করে আমরা অভ্যস্ত। রাত জাগতে সমস্যা নেই! যত ক্ষণ না ওঁরা দাবি মানছেন, এক পা-ও নড়ব না এখান থেকে।’’

আন্দোলনকারী চিকিৎসকদের মুখোমুখি অশেষ বিশ্বাস।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৬ key status

বিকাল থেকেই রাস্তায় বসে ডাক্তারেরা

লালবাজার অভিযানের দৃশ্য।

দুপুর গড়িয়ে সন্ধ্যা নামল, তবু রাস্তা ছেড়ে নড়লেন না আন্দোলনরত চিকিৎসকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সে ভাবেই বসে থাকবেন তাঁরা। জানালেন, প্রয়োজনে অবস্থান চলবে সারা রাত।  

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬ key status

চলছে রাস্তা লিখন

এখনও রাস্তা বন্ধ। তবে দমছেন না আন্দোলনকারীরা। মাইকে বাজানো হচ্ছে গান। নতুন উদ্যমে চলছে রাস্তা লিখন। সাদা, হলুদ, লাল, কালো কালিতে স্লোগান লিখে রাস্তা ভরাচ্ছেন আন্দোলনকারীরা।

‘২৩ দিন বিচার নেই’, লিখনে সাজল রাজপথ।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৯ key status

ক্ষুব্ধ আন্দোলনকারীরা

এ প্রসঙ্গে ডিসি ট্রাফিক রূপেশ কুমার বলেন ‘‘এই এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। তা ছাড়া এমনিতেও অতীতে সব মিছিল বিবি গাঙ্গুলি স্ট্রিটেই আটকানো হত।’’ এই বক্তব্যে আরও ক্ষুব্ধ আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের প্রতিনিধি কিঞ্জল নন্দী অবস্থানরত সকলের উদ্দেশ্যে বলেন, ‘‘বন্ধুরা, সিপি যত ক্ষণ না আসছেন কিংবা পদত্যাগ করছেন, আমরা এখান থেকে এক পা-ও নড়ব না।’’ কিঞ্জল সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, আগে পুলিশ জানিয়েছিল বেন্টিঙ্ক স্ট্রিট এবং বিবি গাঙ্গুলি ক্রসিং পর্যন্ত মিছিল যেতে দেওয়া হবে। কিন্তু এখন বেঁকে বসেছে পুলিশ। আরও অনেক আগেই মিছিল আটকে দিয়ে বলা হচ্ছে, ২০ জনের প্রতিনিধি দল পাঠান। এই নয়া দাবি মানবেন না চিকিৎসকেরা। যত ক্ষণ না সিপি এসে পৌঁছচ্ছেন, অবস্থান আন্দোলন চলবে। 

অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪১ key status

আর এগোতে দেওয়া হবে না মিছিল, জানাল পুলিশ

ছাত্রছাত্রীরা বসেছেন অবস্থানে। এর মাঝেই পুলিশ জানিয়ে দিল, আর এগোতে দেওয়া হবে না মিছিল। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বললেন, ‘‘আজ পর্যন্ত যত মিছিল হয়েছে, সব ফিয়ার্স লেনেই আটকানো হয়। এটাই নিয়ম। আজও মিছিল এগোতে দেওয়া হবে না। ওঁরা যদি শান্তিপূর্ণ অবস্থান করতে চান, করুন।’’ কেবলমাত্র জুনিয়র চিকিৎসকদের ২০ জনের প্রতিনিধি দলকেই ভিতরে যেতে দেওয়া হবে। তবে মানছেন না আন্দোলনকারীরা। তাঁদের দাবি, মিছিল এগোতে দিতে হবে, নয়তো সিপি না আসা পর্যন্ত অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩০ key status

ব্যারিকেডের বহর!

বসেছে লোহার উঁচু এবং চওড়া ব্যারিকেড!

শান্তিপূর্ণ আন্দোলন রুখতে লালবাজারের সামনে বসেছে ভারী, চওড়া ব্যরিকেড। সে ব্যারিকেড ভেঙে এগোনো প্রায় দুঃসাধ্যই। ‘নবান্ন অভিযান’ থেকে শিক্ষা নিয়েই এ বার এমন অভিনব প্রস্তুতি পুলিশের।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৬ key status

টিয়ার গ্যাস নিয়ে তৈরি পুলিশ

আন্দোলনকারীদের রুখতে পুলিশের প্রস্তুতি।

আন্দোলনকারীদের রুখতে টিয়ার গ্যাসের সেল নিয়ে তৈরি পুলিশ। ব্যারিকেডের সামনে অতন্দ্র প্রহরা।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৪ key status

বিনীতের কুশপুতুল পোড়াচ্ছেন আন্দোলনকারীরা

পোড়ানো হচ্ছে কুশপুতুল।

লালবাজারের আগেই আটকে দেওয়া হয়েছে মিছিল। বন্ধ রাস্তা। তাই সেখানেই পুলিশ কমিশনারের কুশপুতুল পোড়ালেন আন্দোলনকারী চিকিৎসকেরা।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৯ key status

‘মিছিল এগোতে না দিলে…’

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মোড়ের মুখ থেকেই ব্যারিকেডের পর ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে রাস্তা। ছাত্রদের প্রতিনিধিদের লালবাজারে যাওয়ার অনুমতি দেওয়া হবে। কিন্তু তাঁরা জানাচ্ছেন, মিছিল এত দূরে রেখে যেতে নিরাপত্তা বোধ করছেন না তাঁরা। উল্টো দিকে, পুলিশের তরফ থেকে কোনও প্রতিনিধি দলও পাঠানো হয়নি। তাই সেখানেই রাস্তা আটকে অবস্থানে বসে পড়েছেন আন্দোলনকারীরা। জানিয়েছেন, মিছিল এগোতে না দিলে সেখানেই বসে থাকবেন তাঁরা।

ফুল, প্রতীকী শিরদাঁড়া হাতে অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫০ key status

অবস্থানে বসলেন চিকিৎসকেরা

রাস্তার মাঝেই শান্তিপূর্ণ অবস্থানে বসলেন চিকিৎসকদের একাংশ। কোনও সংঘাতে যেতে চান না আন্দোলনকারীরা। তাঁরা নিজেদের দাবিতে অনড়— পুলিশ কমিশনারের পদত্যাগ চাই। যত ক্ষণ না পুলিশ তাঁদের দাবি মানছে, অবস্থান চালিয়ে যাবেন তাঁরা।

অবস্থানে বসেছেন চিকিৎসকেরা।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৫ key status

পুলিশের কড়া প্রহরা

রাস্তায় নিশ্ছিদ্র নিরাপত্তা।

লালবাজার চত্বরে পৌঁছনোর পথেই মোতায়েন বিশাল পুলিশবাহিনী। মিছিলের সামনে দুর্ভেদ্য ব্যারিকেড। 
আন্দোলনের ‘নৈতিক জয়’, সন্দীপের গ্রেফতারিতে খুশিতে উদ্বেল জুনিয়র ডাক্তারেরা, তবে ‘সিপির ইস্তফাও চাই’

আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর পেরিয়ে গিয়েছে ২৩ দিন। রোজই পথে নেমেছেন সাধারণ মানুষ। পথে নেমেছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও। এ বার বিচারের দাবিতে সোমবার ‘লালবাজার অভিযান’-এর ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। দুপুর ২টোয় কলেজ স্কোয়্যার থেকে মিছিল করে লালবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৬ key status

গ্রেফতার সন্দীপ, উচ্ছ্বাস আন্দোলনকারী ডাক্তারদের

এর মধ্যেই গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার রাতে তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে। সন্দীপের গ্রেফতারির খবরে খুশির ঢল অবস্থান স্থলে। আন্দোলনকারীদের কেউ কেউ বলছেন, ‘‘সন্দীপের গ্রেফতারি আন্দোলনের নৈতিক জয়।’’ তবে এখনই  আন্দোলন থামাচ্ছেন না জুনিয়র চিকিৎসকেরা। আন্দোলনকারী এক চিকিৎসক অনিকেত মাহাতো বললেন, ‘‘সকল আন্দোলনকারী ছাত্রছাত্রীদের কুর্নিশ। তবে সন্দীপ গ্রেফতার হলেও আন্দোলন চলবে।’’  

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৩ key status

আবার আন্দোলনকারীদের মুখোমুখি রূপেশ

আরও এক বার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এলেন পুলিশের জয়েন্ট কমিশনার (ট্রাফিক) রূপেশ কুমার। আবারও প্রস্তাব দিলেন, আন্দোলনকারীদের প্রতিনিধিরা লালবাজারে গিয়ে কথা বলুন। কোনও পরিস্থিতিতেই মিছিল এগোতে দেওয়া যাবে না। তবু আন্দোলনকারীরা এখনও দাবি থেকে নড়তে নারাজ। তাঁরা বারবার বলছেন, ‘‘আপনাদের সিপি স্যারকে নিয়ে আসুন। ব্যারিকেডের বাইরে থেকেই কথা বলব আমরা।’’

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ২০:০০ key status

‘অবস্থানে’ পুলিশও

ছাত্রদের মতোই নিজেদের সিদ্ধান্তে অনড় পুলিশও। এখনও পর্যন্ত মানা হয়নি আন্দোলনকারীদের দাবি। ব্যারিকেডের ওপারে বসে পড়েছেন পুলিশ কর্তারা।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪১ key status

আন্দোলনকারীদের মুখোমুখি পুলিশের অতিরিক্ত কমিশনার

আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে কথা বললেন পুলিশের অতিরিক্ত কমিশনার অশেষ বিশ্বাস। বললেন, ‘‘লালবাজারে এসে কথা বলুন।’’ কিন্তু বিনীতের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। তাঁদের দাবি, যত দূর মিছিল করার অনুমতি দেওয়া হয়েছিল, তত পর্যন্তই যেতে দিতে হবে মিছিল। নয়তো আসতে হবে স্বয়ং কমিশনারকে। তাঁরা সাফ বলে দিলেন, ‘‘৩৬ ঘণ্টা ডিউটি করে আমরা অভ্যস্ত। রাত জাগতে সমস্যা নেই! যত ক্ষণ না ওঁরা দাবি মানছেন, এক পা-ও নড়ব না এখান থেকে।’’

আন্দোলনকারী চিকিৎসকদের মুখোমুখি অশেষ বিশ্বাস।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৬ key status

বিকাল থেকেই রাস্তায় বসে ডাক্তারেরা

লালবাজার অভিযানের দৃশ্য।

দুপুর গড়িয়ে সন্ধ্যা নামল, তবু রাস্তা ছেড়ে নড়লেন না আন্দোলনরত চিকিৎসকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সে ভাবেই বসে থাকবেন তাঁরা। জানালেন, প্রয়োজনে অবস্থান চলবে সারা রাত।  

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬ key status

চলছে রাস্তা লিখন

এখনও রাস্তা বন্ধ। তবে দমছেন না আন্দোলনকারীরা। মাইকে বাজানো হচ্ছে গান। নতুন উদ্যমে চলছে রাস্তা লিখন। সাদা, হলুদ, লাল, কালো কালিতে স্লোগান লিখে রাস্তা ভরাচ্ছেন আন্দোলনকারীরা।

‘২৩ দিন বিচার নেই’, লিখনে সাজল রাজপথ।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৯ key status

ক্ষুব্ধ আন্দোলনকারীরা

এ প্রসঙ্গে ডিসি ট্রাফিক রূপেশ কুমার বলেন ‘‘এই এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। তা ছাড়া এমনিতেও অতীতে সব মিছিল বিবি গাঙ্গুলি স্ট্রিটেই আটকানো হত।’’ এই বক্তব্যে আরও ক্ষুব্ধ আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের প্রতিনিধি কিঞ্জল নন্দী অবস্থানরত সকলের উদ্দেশ্যে বলেন, ‘‘বন্ধুরা, সিপি যত ক্ষণ না আসছেন কিংবা পদত্যাগ করছেন, আমরা এখান থেকে এক পা-ও নড়ব না।’’ কিঞ্জল সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, আগে পুলিশ জানিয়েছিল বেন্টিঙ্ক স্ট্রিট এবং বিবি গাঙ্গুলি ক্রসিং পর্যন্ত মিছিল যেতে দেওয়া হবে। কিন্তু এখন বেঁকে বসেছে পুলিশ। আরও অনেক আগেই মিছিল আটকে দিয়ে বলা হচ্ছে, ২০ জনের প্রতিনিধি দল পাঠান। এই নয়া দাবি মানবেন না চিকিৎসকেরা। যত ক্ষণ না সিপি এসে পৌঁছচ্ছেন, অবস্থান আন্দোলন চলবে। 

অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪১ key status

আর এগোতে দেওয়া হবে না মিছিল, জানাল পুলিশ

ছাত্রছাত্রীরা বসেছেন অবস্থানে। এর মাঝেই পুলিশ জানিয়ে দিল, আর এগোতে দেওয়া হবে না মিছিল। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বললেন, ‘‘আজ পর্যন্ত যত মিছিল হয়েছে, সব ফিয়ার্স লেনেই আটকানো হয়। এটাই নিয়ম। আজও মিছিল এগোতে দেওয়া হবে না। ওঁরা যদি শান্তিপূর্ণ অবস্থান করতে চান, করুন।’’ কেবলমাত্র জুনিয়র চিকিৎসকদের ২০ জনের প্রতিনিধি দলকেই ভিতরে যেতে দেওয়া হবে। তবে মানছেন না আন্দোলনকারীরা। তাঁদের দাবি, মিছিল এগোতে দিতে হবে, নয়তো সিপি না আসা পর্যন্ত অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩০ key status

ব্যারিকেডের বহর!

বসেছে লোহার উঁচু এবং চওড়া ব্যারিকেড!

শান্তিপূর্ণ আন্দোলন রুখতে লালবাজারের সামনে বসেছে ভারী, চওড়া ব্যরিকেড। সে ব্যারিকেড ভেঙে এগোনো প্রায় দুঃসাধ্যই। ‘নবান্ন অভিযান’ থেকে শিক্ষা নিয়েই এ বার এমন অভিনব প্রস্তুতি পুলিশের।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৬ key status

টিয়ার গ্যাস নিয়ে তৈরি পুলিশ

আন্দোলনকারীদের রুখতে পুলিশের প্রস্তুতি।

আন্দোলনকারীদের রুখতে টিয়ার গ্যাসের সেল নিয়ে তৈরি পুলিশ। ব্যারিকেডের সামনে অতন্দ্র প্রহরা।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৪ key status

বিনীতের কুশপুতুল পোড়াচ্ছেন আন্দোলনকারীরা

পোড়ানো হচ্ছে কুশপুতুল।

লালবাজারের আগেই আটকে দেওয়া হয়েছে মিছিল। বন্ধ রাস্তা। তাই সেখানেই পুলিশ কমিশনারের কুশপুতুল পোড়ালেন আন্দোলনকারী চিকিৎসকেরা।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৯ key status

‘মিছিল এগোতে না দিলে…’

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মোড়ের মুখ থেকেই ব্যারিকেডের পর ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে রাস্তা। ছাত্রদের প্রতিনিধিদের লালবাজারে যাওয়ার অনুমতি দেওয়া হবে। কিন্তু তাঁরা জানাচ্ছেন, মিছিল এত দূরে রেখে যেতে নিরাপত্তা বোধ করছেন না তাঁরা। উল্টো দিকে, পুলিশের তরফ থেকে কোনও প্রতিনিধি দলও পাঠানো হয়নি। তাই সেখানেই রাস্তা আটকে অবস্থানে বসে পড়েছেন আন্দোলনকারীরা। জানিয়েছেন, মিছিল এগোতে না দিলে সেখানেই বসে থাকবেন তাঁরা।

ফুল, প্রতীকী শিরদাঁড়া হাতে অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫০ key status

অবস্থানে বসলেন চিকিৎসকেরা

রাস্তার মাঝেই শান্তিপূর্ণ অবস্থানে বসলেন চিকিৎসকদের একাংশ। কোনও সংঘাতে যেতে চান না আন্দোলনকারীরা। তাঁরা নিজেদের দাবিতে অনড়— পুলিশ কমিশনারের পদত্যাগ চাই। যত ক্ষণ না পুলিশ তাঁদের দাবি মানছে, অবস্থান চালিয়ে যাবেন তাঁরা।

অবস্থানে বসেছেন চিকিৎসকেরা।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৫ key status

পুলিশের কড়া প্রহরা

রাস্তায় নিশ্ছিদ্র নিরাপত্তা।

লালবাজার চত্বরে পৌঁছনোর পথেই মোতায়েন বিশাল পুলিশবাহিনী। মিছিলের সামনে দুর্ভেদ্য ব্যারিকেড। 

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৩ key status

নজরদারি বাড়াতে নামল ড্রোন

আকাশে উড়ছে একাধিক ড্রোন।

এর মাঝেই আকাশে দেখা গেল ড্রোন। মিছিলের মাথার উপর দিয়েই একাধিক ড্রোন উড়ছে।  

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩০ key status

মিছিল আটকাল ফিয়ার্স লেনে

ফিয়ার্স লেনের মুখে আটকে দেওয়া হল জুনিয়র ডাক্তারদের মিছিল। পুলিশে পুলিশে ছয়লাপ চত্বর। একই চিত্র বিবি গাঙ্গুলি স্ট্রিটেও। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ নিয়ে তৈরি পুলিশ। তবু দমছেন না আন্দোলনকারী চিকিৎসকেরা। রাস্তার মাঝেই পোড়ানো হচ্ছে কুশপুতুল। 

লালবাজারের পথে নিশ্ছিদ্র নিরাপত্তা ঘেরাটোপ।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৮ key status

সেন্ট্রাল অ্যাভিনিউয়ে পৌঁছল মিছিল

কমিশনারের পদত্যাগের দাবিতে পোস্টার।

সেন্ট্রাল অ্যাভিনিউয়ে পৌঁছল চিকিৎসকদের মিছিল। মিছিলে জুনিয়র ডাক্তারেরা ছাড়াও রয়েছেন বহু সাধারণ নাগরিকও। 

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪২ key status

হাতে হাত রেখে মানববন্ধনে আন্দোলনকারীরা

একে অপরের হাত ধরে মানববন্ধন গড়েছেন চিকিৎসকেরা।

মিছিলের মাঝেই হাতে হাত রেখে ব্যারিকেড গড়লেন আন্দোলনকারীরা। সবার মুখে মুখে একই স্লোগান, ‘ছিনিয়ে নিতে ন্যায়বিচার/ গোলাপ হাতে লালবাজার।’ আন্দোলনকারীদের কারও কারও হাতে রয়েছে গোলাপ, রজনীগন্ধার তোড়া। পৌঁছে পুলিশের হাতে ফুল তুলে দেবেন তাঁরা! ব্যারিকেডে পরাবেন ফুলের মালা।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৪ key status

মিছিল এগোচ্ছে

মিছিলের দৃশ্য।

মহাত্মা গান্ধী রোডে পৌঁছে গিয়েছে চিকিৎসকদের মিছিল।  এগোচ্ছে লালবাজারের দিকে। 

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২১ key status

উঠছে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি

মিছিলের দৃশ্য।

এক যোগে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিয়ে তাঁরই পদত্যাগের দাবি জানাবেন তাঁরা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.