চাঁদের পূর্ণগ্রাস শেষ, চলছে আংশিক গ্রহণ, শেষ হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে

সংক্ষেপে 

বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হল গোটা দেশ। পৃথিবীর নানা প্রান্তে দেখা যাচ্ছে গ্রহণ। ভারতেরও বিভিন্ন শহরে চাক্ষুষ করা যাচ্ছে চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে কলকাতায়।

চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় চলে আসে, তখনই চন্দ্রগ্রহণ হয়। এই সময় পৃথিবীর ছায়ার গভীর অংশে প্রবেশ করে চাঁদ। নাসার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করবে চাঁদ। এই সময় চাঁদের রং লাল দেখাবে।

কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, কোহিমা, আগরতলা, গুয়াহাটি, ভুবনেশ্বর, পটনাতেও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে, আংশিক গ্রহণ দেখা যাবে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাইয়ে। মঙ্গলবারের পর তিন বছর বাদে আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৫ সালের ১৪ মার্চ।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ১৭:১৫ key status

কলকাতায় চলছে আংশিক গ্রহণ

কলকাতায় পূর্ণগ্রাস শেষ হল। সন্ধ্যা ৬টা ১৯ মিনিট পর্যন্ত আংশিক গ্রহণ চলবে।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ১৬:৫৪ key status

কলকাতায় গ্রহণ শুরু

বিকেল ৫টা ১২ মিনিটে শেষ হয় পূর্ণগ্রাস।

বিকেল ৪টে ৫২ মিনিটে কলকাতার আকাশে গ্রহণ শুরু হল। বিকেল ৫টা ১২ মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ১৬:০৩ key status

একেবারে অন্য অবতারে চাঁদ, সরাসরি গ্রহণ দেখুন

https://www.youtube.com/embed/LdBGWLjecAY?enablejsapi=1&origin=https%3A%2F%2Fwww.anandabazar.com

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ১৫:৫৫ key status

চলছে পূর্ণগ্রাস

দুপুর ৩টে ৪৬ মিনিটে পূর্ণগ্রাস শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা ১২ মিনিট পর্যন্ত।

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ১৫:৪৪ key status

কলকাতায় কখন গ্রহণ দেখা যাবে

জানা গিয়েছে, পূর্ণগ্রাসের মধ্যেই বিকেল ৪টে ৫২ মিনিটে কলকাতায় চন্দ্রোদয় হবে। ২০ মিনিট পূর্ণগ্রাস দেখা যাবে শহরে। সন্ধ্যা ৬টা ১৯ মিনিট পর্যন্ত আংশিক গ্রহণ চলবে। ওই সময়েই গ্রহণ শেষ হবে। 

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ১৫:৪২ key status

গ্রহণ শুরু দুপুর ২টো ৩৯ মিনিটে

মঙ্গলবার দুপুর ২টো ৩৯ মিনিটে আংশিক গ্রহণ শুরু হয়েছে। ৩টে ৪৬ মিনিটে পূর্ণগ্রাস শুরু হবে। চলবে বিকেল ৫টা ১২ মিনিট পর্যন্ত। এর পর আংশিক গ্রহণ চলবে। গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। 

timer শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ১৫:২৭ key status

শুরু হয়ে গেল চন্দ্রগ্রহণ

বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেল। ভারতের বিভিন্ন শহরে দেখা যাবে গ্রহণ। কলকাতায় বিকেলে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.