1/4আগামী চার থেকে পাঁচদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস৷ এর আগে সোমবার হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, দুই মেদিনীপুর ও পুরুলিয়ায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে৷ মঙ্গলবার সকালে কলকাতার কিছু অংশে এবং উত্তর ২৪ পরগনায় কয়েক পশলা বৃষ্টি হয়।
2/4উত্তর বঙ্গোপসাগরে উপর তৈরি হওয়া ঝঞ্ঝার কারণে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে আবহাওয়ার বদল হবে বুধবার থেকে। ঘণ্টায় ৪৫ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার থেকে শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে জারি হয়েছে নিষেধাজ্ঞা।
3/4উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দুই এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে।
4/4মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে। দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে ভারী বৃষ্টি হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই৷ এর আগে সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস৷