1/6দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পুরো পশ্চিমমধ্য বঙ্গোপসাগর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ, ঝাড়খণ্ড এবং বিহারের আরও কিছু অংশে আজ অগ্রসর হয়েছে।
2/6পশ্চিমের জেলাগুলিতে এখনও বর্ষা ঢোকেনি। পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ডের সিংহভাগ এলাকায় বর্ষা এখনও ঢোকেনি। পাশাপাশি উত্তর ভারতের বহু রাজ্যে এখনও বর্ষা ঢোকেনি।
3/6আগামী ৩ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারত এবং পার্বত্য উত্তরবঙ্গ এবং সিকিমে বিচ্ছিন্ন ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর বিহার দক্ষিণ ভারতের সব রাজ্য, মহারাষ্ট্রেও বৃষ্টি হবে।
4/6বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৫ দিনের মধ্যে বজ্রঝড়/বজ্রবিদ্যুৎ সহ বিস্তীর্ণ বৃষ্টিপাত হতে পারে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১৮-২০ তারিখে এবং ওড়িশায় ১৮ এবং ২০-২২ জুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
5/6আগামী তিন থেকে চার দিন উত্তরের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপরের পাঁচটি জেলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা একটু কমবে। ১৮ ও ১৯ জুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এং দক্ষিণ দিনাজপুরের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টির (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) পূর্বাভাস আছে।
6/6দক্ষিণবঙ্গে বর্ষা ধীর গতিতে শুরু করবে নিজের ইনিংস। তিন-চারদিন পর থেকে বৃষ্টি বাড়বে। অবশ্য শনিবার দিনভরই আকাশ মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা ও আশেপাশের এলাকায়। শনিবারও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে।