Monsoon Forecast: চলতি বছরে বর্ষা কতটা দাপট দেখাবে? জানান দিল স্কাইমেট

1/5সবেমাত্র বসন্তের পদার্পণ হয়েছে। তবে দোলের আগেই ফের আকাশের মুখ ভার হওয়ার ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে বাংলায়! চলতি সপ্তাহে রয়েছে ফের বর্ষণের পূর্বাভাস। ইতিমধ্যেই দুর্গাপুজো থেরে সরস্বতী পুজোর মতো পার্বনে বৃষ্টির লড়াকু স্ট্রাইক রেটে কাহিল বাঙালি! এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বসন্তেই যদি আকাশ এত মেঘলা থাকে, তাহলে ২০২২ সালের বর্ষা কেমন হবে? এদিকে সেই প্রশ্নের জবাব দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত খবর প্রদানকারী প্রতিষ্ঠান স্কাইমেট। তারা জানান দিয়েছে চলতি বছরে কেমন থাকবে বর্ষার দাপট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

স্কাইমেটের 'প্রিলিমিনারি ফোরকাস্ট গাইডেন্স ফর ২০২২' এর তথ্য অনুযায়ী চলতি বছরে স্বাভাবিক ছন্দেই ভারতে পা রাখবে বর্ষা। স্কাইমেটের তথ্য বলছে চলতি বছরে বর্ষা 'স্বাভাবিক' থাকবে। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
2/5স্কাইমেটের ‘প্রিলিমিনারি ফোরকাস্ট গাইডেন্স ফর ২০২২’ এর তথ্য অনুযায়ী চলতি বছরে স্বাভাবিক ছন্দেই ভারতে পা রাখবে বর্ষা। স্কাইমেটের তথ্য বলছে চলতি বছরে বর্ষা ‘স্বাভাবিক’ থাকবে। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
স্কাইমেট ওয়েদারের তরফে এভিএম জিপি শর্মা জানিয়েছেন, '২০২০ ও ২০২১ সালে পর পর লা নিনা পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, এর পুর্নবার ঘটে যাওয়ার সম্ভাবনা খুবই কম।' তিনি বলছেন নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে লা নিনা একাধারে চলতে থাকার সম্ভাবনা সেক্ষেত্রে কমে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
3/5স্কাইমেট ওয়েদারের তরফে এভিএম জিপি শর্মা জানিয়েছেন, ‘২০২০ ও ২০২১ সালে পর পর লা নিনা পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, এর পুর্নবার ঘটে যাওয়ার সম্ভাবনা খুবই কম।’ তিনি বলছেন নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে লা নিনা একাধারে চলতে থাকার সম্ভাবনা সেক্ষেত্রে কমে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
এদিকে এল নিনোর দক্ষিণ-দোলাচলের গতিপ্রকৃতিও যা জানান দিচ্ছে তাতে বর্ষার স্বাভাবিক ছন্দে আগমনের সম্ভাবনাই প্রকট। মূলত 'বসন্ত বাধা'র জেরে এই এল নিনো পরিস্থিতি বিপর্যস্ত হচ্ছে। এদিকে, মৌসুমী বায়ুর দক্ষিণ গ্রীষ্মমন্ডলীয় অংশ ভারত মহাসাগরের উপরে থাকছে। ফলে আইওডি থেকে প্রসূত পরিস্থিতি সাধারণত এপ্রিল পর্যন্ত গঠন হতে পারবে না।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5এদিকে এল নিনোর দক্ষিণ-দোলাচলের গতিপ্রকৃতিও যা জানান দিচ্ছে তাতে বর্ষার স্বাভাবিক ছন্দে আগমনের সম্ভাবনাই প্রকট। মূলত ‘বসন্ত বাধা’র জেরে এই এল নিনো পরিস্থিতি বিপর্যস্ত হচ্ছে। এদিকে, মৌসুমী বায়ুর দক্ষিণ গ্রীষ্মমন্ডলীয় অংশ ভারত মহাসাগরের উপরে থাকছে। ফলে আইওডি থেকে প্রসূত পরিস্থিতি সাধারণত এপ্রিল পর্যন্ত গঠন হতে পারবে না।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
এদিকে আবহবিদরা বলছেন, ভরসাযোগ্য 'ইন্ডিয়ান ওসান ডাইপোল' ও এপ্রিলের শেষ অংশে তৈরি হতে পারে। আপাততভাব প্রাথমিক ইঙ্গিত বলছে, এটি কোনও একটি দিকে ঝুঁকে থাকার সম্ভাবনা কম। আপাতত 'ইন্ডিয়ান ওসিয়ান ডাইপোল' এবং 'এল নিনো সাউদার্ন অক্সিলেশন'এর গতিপ্রকৃতির উপরই নির্ভর করে রয়েছে ভারতের ২০২২ সালের ভারতের গ্রীষ্মকালীন বর্ষা।(ছবিটি প্রতীকী) (PTI)
5/5এদিকে আবহবিদরা বলছেন, ভরসাযোগ্য ‘ইন্ডিয়ান ওসান ডাইপোল’ ও এপ্রিলের শেষ অংশে তৈরি হতে পারে। আপাততভাব প্রাথমিক ইঙ্গিত বলছে, এটি কোনও একটি দিকে ঝুঁকে থাকার সম্ভাবনা কম। আপাতত ‘ইন্ডিয়ান ওসিয়ান ডাইপোল’ এবং ‘এল নিনো সাউদার্ন অক্সিলেশন’এর গতিপ্রকৃতির উপরই নির্ভর করে রয়েছে ভারতের ২০২২ সালের ভারতের গ্রীষ্মকালীন বর্ষা।(ছবিটি প্রতীকী) (PTI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.