1/6জুলাইয়ের প্রথম সপ্তাহ কেটে গেল। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা এখনও চাঙ্গা হল না। বর্ষা চাঙ্গা হওয়ার জন্য যে ‘বুস্টার ডোজের’ প্রয়োজন, তাও আগামী কয়েকদিনে মিলবে না। তার ফলে আপাতত হালকা-মাঝারি বৃষ্টিতেই (ক্যালেন্ডারের) বর্ষাকাল কাটাতে হবে।
2/6আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,পশ্চিমবঙ্গের অনেকটা দক্ষিণে একটি অক্ষরেখা অবস্থান করছে। ওড়িশা উপকূলে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। অনেকটা দূরে অবস্থান করায় পশ্চিমবঙ্গে কার্যত কোনও প্রভাব পড়বে না। পুরো রাজ্যেই তিন-চারদিন হালকা থেকে হালকা-মাঝারি বৃষ্টিপাত হবে।
3/6কীরকম বৃষ্টি হবে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ১০-১৫ মিনিট বৃষ্টি হবে। বৃষ্টির সময় তাপমাত্রা কমে যাবে। বৃষ্টি না হলে তাপমাত্রা বাড়বে। কলকাতায় বৃষ্টি না হলে দিনের তাপমাত্রা ৩২-৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
4/6বর্ষা কবে চাঙ্গা হবে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আপাতত সেই সম্ভাবনা নেই। আগামী তিন-চারদিন কোনও নয়া ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে না।
5/6দক্ষিণবঙ্গে কোন জেলায় কত বৃষ্টি? আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস আছে।
6/6আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।