মধ্যপ্রদেশের কংগ্রেসের বিধায়ক নিলয় দাগা ও তার ভাইয়ের বিরুদ্ধে বিপুল পরিমাণে আর্থিক তছরুপের অভিযোগ উঠল। আয়কর দফতরের হানায় অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ৪৫০ কোটি টাকা। আয়কর দফতরের এক আধিকারিক এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার থেকে রবিবার চার দিনে মোট ২২টি জায়গায় হানা দিয়ে, এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করেছে আয়কর দফতর। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে।
জানা গিয়েছে, আয়কর দফতরের আধিকারিকরা নিলয় দাগার বেতুলের সোয়া তেল মিল, একটি বেসরকারি স্কুল, কোঠি বাজারের বাসস্থান, পর্সোদা, সিডের গুদাম ছাড়াও বেতুল এবং সাতনার উৎপাদনকারী দফতরে হানা দেয়। পাশাপাশি তল্লাশি চালানো হয় মহারাষ্ট্রের সোলাপুর আর কলকাতার অফিসেও।
আয়কর দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘গোপন সূত্রে আমরা খবর পাই যে, বিভিন্ন সংস্থা গঠন করে বেনামে অর্থ, কোম্পানিগুলির অ্যাকাউন্টে রাখা হয়েছে। খবরটি সঠিক মিলেছিল এবং তল্লাশি করে বিপুল পরিমাণে আয়কর তছরুপের হদিশ মিলেছে।’