ভারত হিন্দু রাষ্ট্র, তাই ভারতকে হিন্দুদের বাঁচাতে হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘপ্রধান মোহন ভাগবত শনিবার সন্ধ্যায় আরএসএসের এক সভায় এমনটাই মন্তব্য করেছেন।
তিনি বলেন, ভারত একটি হিন্দু জাতির দেশ। আমরা এখানে প্রাচীন কাল থেকে বাস করছি, যদিও হিন্দু শব্দটি পরে এসেছে। হিন্দুরা হাজার বছর ধরে এই ভূমিতে বাস করছে। নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি এবং মূল্যবোধকে ধরে রেখেছে। এরপরেই তিনি বলেন, হিন্দুদের দেশের অগ্রগতিতে সক্রিয়ভাবে অবদান রাখতে হবে। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে এবং সম্প্রীতি বজায় রাখতে হবে। আর তার জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া।
আরএসএস- এর স্বেচ্ছাসেবকদের আরও দ্রুততার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথা এবং সু- সম্পর্ক গড়ে তোলার কথা বলেন। তিনি বলেন, সঙ্ঘের মতো মূল্যবান পৃথিবীতে আর কিছু নেই। সমুদ্র যেমন অদ্বিতীয় এবং আকাশ যেমন অতুলনীয় তেমন সঙ্ঘ অদ্বিতীয় অতুলনীয়। সঙ্ঘেী মূল্যবোধ গোষ্ঠী নেতার কাছ থেকে দলনেতা, আবার দলনেতা থেকে স্বেচ্ছাসেবকের কাছে এবং স্বেচ্ছাসেবক থেকে পরিবারের কাছে চলে যায়। সেই পরিবার মিলেই সমাজ গঠন হয়।
মহাভারতের উদাহরণ টেনে ভাগবত বলেন ঈশ্বর কেবল তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করেন। মহাভারতে ভগবান কৃষ্ণ পাণ্ডবদের রথ নিয়ে প্রস্তুত দেখে তাদের সমর্থন করতে এসেছিলেন। ঈশ্বর চাইলেই তিনি যুদ্ধ ছাড়াই তাদের রক্ষা করতে পারতেন। কিন্তু ঈশ্বর সর্বদা লোকেদের প্রচেষ্টা দেখার জন্য অপেক্ষা করেন। তাই ভারত মাতাকে দেখাশোনা করার জন্য আমাদেরও সব রকম প্রচেষ্টা করা উচিত।আমাদের সর্বদা সবাইকে আমাদের সঙ্গে নিয়ে চলা উচিত। কারণ এটি আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য।
এরপরই মোহন ভাগবত বলেন ,হিন্দু শব্দটি ভারতে বসবাসকারী সমস্ত সম্প্রদায়ের জন্যব্যবহার করা যায়। তাই সকলকে সঙ্গে নিয়েই একসঙ্গে চলতে হবে