Mohammad Hafeez: গদ্দাফি স্টেডিয়ামের পর এবার মহম্মদ হাফিজের বাড়িতেও চুরি! ফের কলঙ্কিত পাক ক্রিকেট

পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজের (Mohammad Hafeez ) বাড়িতে চুরি হয়েছে। ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ লক্ষ টাকা লুঠ হয়েছে বলেই খবর। যে সময়ে চুরি হয়েছে, তখন হাফিজ ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। বুধবার হাফিজের শ্বশুর পুলিসে এফআইআর করেছেন। তদন্ত শুরু করেছে পুলিস। পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) কোয়েটা গ্লাডিয়েটর্সের ( Quetta Gladiators) হয়ে খেলছেন হাফিজ। সেই কারণে নিজের বাড়ি ছেড়ে হাফিজ রয়েছেন ইসলামাবাদে। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নেয় চোর। হাফিজের বাড়িতে ঢুকে ১৬ লক্ষ টাকা নিয়ে পালায় চোর। 

কয়েক দিন আগে লাহোরের (Lahore) গদ্দাফি স্টেডিয়াম (Gaddafi Stadium) থেকে একসঙ্গে আটটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়েছিল। একইসঙ্গে স্টেডিয়াম থেকে উধাও হয়েছিল বেশ কয়েকটি জেনারেটরের ব্যাটারিও। এছাড়াও আরও কয়েকটি দামি জিনিস চুরি হয়েছে বলে জানিয়েছিল পুলিস। একাধিক পাক সংবাদমাধ্যমের দাবি, মোট আটটি সিসিটিভি ক্যামেরা, ক্যামেরার সঙ্গে ব্যবহৃত তার, জেনারেটরের ব্যাটারি- সবকিছুই চুরি গিয়েছে গদ্দাফি স্টেডিয়াম থেকে। চোরদের বিরুদ্ধে স্থানীয় গুলবার্গ থানায় অভিযোগ দায়ের হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.