ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে গত বুধবার লন্ডভন্ড হয়েছে ওডিশা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওডিশার বালেশ্বর ওই ভদ্রক জেলা। ঘূর্ণিঝড়ের এক-দিন পর, শুক্রবার ভুবনেশ্বরে পৌঁছে ঘূর্ণিঝড় ও পরবর্তী-পরিস্থিতি নিয়ে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ওডিশার রাজ্যপাল গণেশি লাল, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখ। এয়ারপোর্ট কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে পট্টনায়েকের ঘূর্ণিঝড় ও পরবর্তী পরিস্থিতি সম্পর্কে অবগত হন মোদী। এদিন আকাশপথে ওডিশায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন প্রধামন্ত্রী।
ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও, কেন্দ্রের কাছ থেকে কোনও সাহায্য চাননি ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। নবীন পট্টনায়েক জানিয়েছেন, “কোভিড-১৯ মহামারীর শিখরে পৌঁছেছে ভারত, কেন্দ্রীয় সরকারের উপর পতিরিক্ত চাপ না দেওয়ার জন্য আমরা আর্থিক সাহায্য চাইনি। আমরা নিজেরাই এই সঙ্কট কাটানোর চেষ্টা করব।” উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ওডিশায় ৪ জনের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘর-বাড়ি।
2021-05-28