২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলাই নরেন্দ্র মোদী সরকারের লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সমাজের প্রতিটি মানুষকে উন্নত করে তোলার প্রয়াসে তৎপর সরকার। ইতিমধ্যে দেশবাসীর জন্য একাধিক জনমুখী প্রকল্প শুরু করেছে মোদী সরকার। সেই সব প্রকল্প সকলের কাছে পৌঁছে দিতে সম্প্রতি দেশব্যাপী বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছে কেন্দ্র। আজ ১৬ ডিসেম্বর থেকে স্থগিত থাকা পাঁচ রাজ্যে শুরু হলো সেই যাত্রা। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরামে শুরু হল এই যাত্রা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পাঁচ রাজ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেন। সুবিধাভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথাও বলেন প্রধানমন্ত্রী। ১৫ নভেম্বর ঝাড়খণ্ডের খুন্তি জেলার মধ্য দিয়ে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়। কিন্তু ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরামে বিধানসভা ভোটের জন্য নির্বাচনী বিধি লাগু থাকায় বিকশিত ভারত সংকল্প যাত্রা স্থগিত ছিল। নির্বাচন শেষ হওয়ায় এদিন এই রাজ্যগুলিতে এই
সংযোগমূলক যাত্রাগুলি শুরু করল কেন্দ্র।
পাঁচ রাজ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রা সূচনা করার পাশাপাশি সুবিধাভোগীদের প্রধানমন্ত্রী বলেন, “যদিও মোদী বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছিলেন, কিন্তু সত্য হলো যে, আজ দেশবাসী এটির দায়িত্ব নিয়েছে।” এই সংকল্প যাত্রাকে মোদী কি গ্যারান্টি কি গাড়ি বলে সম্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি অংশে মোদী কি গ্যারান্টি কি গাড়ি পৌঁছে যাচ্ছে। এই যাত্রাকে স্বাগত জানানোর জন্য দেশবাসীকে অভিনন্দন জানান তিনি।
বিকশিত ভারত সংকল্প যাত্রার মধ্যে দিয়ে অনেকেই ইতিমধ্যে কেন্দ্রের মুদ্রা যোজনা, কিষান সম্মান নিধি, আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্পের সুবিধা পেয়েছেন। তারা সেদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, যখন অন্যদের কাছ থেকে প্রত্যাশা শেষ হয়ে যায় তখন মোদীর গ্যারান্টি শুরু হয়। দেশকে সামগ্রিকভাবে উন্নীত করতে ছোট ছোট শহরকে উন্নত করার প্রয়াস নেওয়া হয়েছে।এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়নের চেষ্টা করা হচ্ছে।
মোদী বলেন, গত দশ বছরে আধুনিক গণপরিবহনের জন্য যে কাজ করা হয়েছে তা অতুলনীয়। মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পূরণে সাহায্য করাই তার সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।