Modi, Swami Samarananda, Kolkata, কলকাতায় নেমেই রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজকে দেখতে গেলেন মোদী, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের

 কলকাতায় পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বারাসতে তাঁর জনসভা করার কথা। এই সভায় যোগ দেওয়ার জন্য মঙ্গলবারই শহরে এসেছেন প্রধানমন্ত্রী। সন্ধেবেলায় তাঁর বিমান নামে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে তিনি সোজা চলে যান রাম মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজকে দেখতে। তবে এসবের ফাঁকে তিনি মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজও নেন।

বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রীর কনভয় সোজা চলে যায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে রামকৃষ্ণ মঠে। মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজকে দেখতে হাসপাতালে যান মোদী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ রয়েছেন মহারাজ। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানেই তাঁর চিকিৎসা চলছে। তারপর সেখান থেকে মোদী চলে যান রাজভবনে। রাতে প্রধানমন্ত্রী সেখানেই থাকবেন।

এদিকে বিমানবন্দরে নেমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের খবর নেন মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় কেমন আছে তা জানতে চান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর কাছ থেকে। প্রটোকল মেনে তিনি প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়েছিলেন। সেখানে মোদী তাকে সেই প্রশ্ন করেন বলে জানান সুজিত বসু।

লোকসভার নির্বাচনের দিন ঘোষণার আগেই চলতি মাসে এই নিয়ে দুবার পশ্চিমবঙ্গে এলেন প্রধানমন্ত্রী। গত শুক্রবার আরামবাগে ও শনিবার কৃষ্ণনগরে সভা করেছেন তিনি। জনসভা করার পাশাপাশি রাজ্যে কয়েকশো কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। জনসভাতে গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়েছেন মোদী। শুক্রবার আরামবাগের সভায় মোদীর বক্তৃতার অধিকাংশ জুড়ে ছিল সন্দেশখালি ও সেখানকার মহিলাদের উপর অত্যাচার এবং তৃণমূলের তীব্র সমালোচনা। শনিবারের কৃষ্ণনগরের সভাতেও ছিল একই বক্তব্য। তবে আগের দিনের থেকে বক্তব্যের ঝাঁঝ বাড়িয়েছিলেন তিনি।

রাজনৈতিক মহলের অনেকের মতে বুধবার বারাসতে সভা থেকে মোদী তাঁর আক্রমণের ঝাঁঝ আরও বাড়াবেন। ঘটনাচক্রে বারাসত সন্দেশখালির আরো কাছে এবং একই জেলায়। ফলে নির্যাতিতা মহিলাদের কয়েকজনকে প্রধানমন্ত্রীর সভায় নিয়ে গিয়ে হাজির করানোর চেষ্টা চলছে। যদিও এই বিষয়ে চূড়ান্ত কিছু এখনো জানা যায়নি। বারাসতে মোদীর সভায় কিছু চমক থাকতে পারে বলে আভাসও দিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।

বুধবার সকালে কলকাতা থেকে সরাসরি বারাসতে যাবেন মোদী। যেখানে সকাল দশটা নাগাদ রয়েছে তাঁর সরকারি কর্মসূচি। তারপর বারাসতের কাছাড়ি ময়দানে বিজেপির নারী সম্মেলনে যোগ দেবেন মোদী। গোটা দেশে এটি সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বিজেপির মহিলা মোর্চা। বিজেপি সূত্রে জানাগেছে, নারী বন্ধন নামে কর্মসূচি সমাপ্তি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এই সমাবেশ হবে। এছাড়া বুধবারই ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া ময়দান থেকে ধর্মতলা অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.