৮০ শতাংশেরও বেশি ‘নম্বর’ পেয়ে গুজরাতে পাশ করলেন মোদী, বহু পিছনে দ্বিতীয় কংগ্রেস

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১৪:১০ key status

ঐতিহাসিক জয়ের শুভেচ্ছা গুজরাতবাসীকে, টুইট অমিত শাহের

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১৩:২০ key status

গুজরাত জুড়ে উৎসবে মেতেছে বিজেপি

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১২:৪৪ key status

পিছিয়ে পড়েছেন আপের মুখ্যমন্ত্রীর মুখ ইসুদান

খামভালিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর তুলনায় পিছিয়ে পড়েছেন আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাদভি। শুরুতে তিনি এগিয়ে ছিলেন। কিন্তু গণনা যত এগিয়েছে ততই পিছিয়ে পড়ছেন তিনি।  

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১২:৪২ key status

গুজরাতে মন্ত্রিসভার শপথ কবে?

আগামী ১২ ডিসেম্বর (সোমবার) শপথ নিতে পারেন ভূপেন্দ্র পটেল ও তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। জানিয়ে দিলেন গুজরাত বিজেপির সভাপতি সিআর পাটিল। 

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১২:৩৪ key status

জিতলেন ‘গডমাদার’-এর ছেলে কন্ধল

গুজরাতে খাতা খুলল সমাজবাদী পার্টি (এসপি)। ‘গডমাদার’ সন্তোকবেন জাডেজার পুত্র কন্ধল জাডেজা কুটিয়ানা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। কন্ধল এর আগে এনসিপিতে ছিলেন।

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১১:১০ key status

গুজরাতে বিজেপি পাচ্ছে প্রায় ৫৪ শতাংশ ভোট

বিজেপি— ৫৩.৬ শতাংশ

কংগ্রেস— ২৬.৪৯ শতাংশ

আপ— ১২.৮৫ শতাংশ

সূত্র: নির্বাচন কমিশন

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১১:১০ key status

গুজরাতে বিজেপি বিশাল জয়ের পথে

বিজয় ঘোষণার আগেই উৎসবের মেজাজ গুজরাত বিজেপির কার্যালয়ে।

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১১:০২ key status

জামনগর দক্ষিণ কেন্দ্রে আবার এগিয়ে গেলেন রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা

গুজরাতে বিজেপির উৎসব শুরু।

পিছিয়ে পড়েছিলেন। কিন্তু গণনা এগোতেই আবার এগিয়ে গেলেন ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা। জামনগর দক্ষিণ কেন্দ্রে পিছিয়ে আপ প্রার্থী। 

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১০:৪৮ key status

মোদী-রথে সওয়ার হয়ে গুজরাতে বিশাল জয়ের পথে বিজেপি

বিজেপি— ১৫৫

কংগ্রেস— ১৮

আপ— ৭

অন্যান্য— ২

আসনে এগিয়ে রয়েছে।

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:৫৬ key status

গুজরাতে ৫০ শতাংশের বেশি ভোট বিজেপির

বিজেপি— ৫৩.১ শতাংশ

কংগ্রেস— ২৬.৬ শতাংশ

আপ— ১৩.৮ শতাংশ

সূত্র: নির্বাচন কমিশন

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:৫০ key status

পিছিয়ে রবীন্দ্র জাডেজার স্ত্রী

গুজরাতের জামনগর দক্ষিণ কেন্দ্রে পিছিয়ে পড়লেন রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা। এগিয়ে গেল আপ। 

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:৩৭ key status

সোলাঙ্কির ১৯৮৫-এর রেকর্ড অক্ষত থাকবে?

১৯৮৫-তে মাধব সিংহ সোলাঙ্কির নেতৃত্বে কংগ্রেস পেয়েছিল ১৪৯টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ১৪টি আসন। এখনও পর্যন্ত গুজরাতে অত আসন কেউ জিততে পারেনি। এ বার কি সেই রেকর্ডও ভেঙে দেবে বিজেপি?

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:৩৫ key status

১৯৮৫-এর রেকর্ড ভেঙে দিতে পারবে বিজেপি?

বিজেপি— ১৪৯

কংগ্রেস— ২৩

আপ— ৮

অন্যান্য— ২

আসনে এগিয়ে রয়েছে। 

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:০৮ key status

মোরবীতে এগিয়ে বিজেপি

মোরবীর তিনটি আসনেই এগিয়ে বিজেপি প্রার্থীরা। এই মোরবীতেই ব্রিজ ভেঙে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। একটি ঘড়ি প্রস্তুতকারক সংস্থাকে ব্রিজের মেরামতির বরাদ দেওয়া নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। যদিও এখনও অধরা সেই সংস্থার কর্ণধার। 

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:০৩ key status

এগিয়ে গেলেন হার্দিক

পোস্টাল ব্যালট গণনার সময় পিছিয়ে পড়েছিলেন। ইভিএম গণনা শুরু হতেই গুজরাতের বিরামগাম কেন্দ্রে এগোচ্ছেন বিজেপি প্রার্থী হার্দিক পটেল। 

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৫৪

পিছিয়ে হার্দিক পটেল

গুজরাতের বিরামগাম কেন্দ্রে বিজেপি প্রার্থী হার্দিক পটেল পিছিয়ে। 

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৫২ key status

মোদী রাজ্যে ঝড়ের গতিতে এগোচ্ছে বিজেপি

বিজেপি— ১১৮

কংগ্রেস— ৪২

আপ— ৬

অন্যান্য— ০

আসনে এগিয়ে রয়েছে। 

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৪৯ key status

এগোলেন অল্পেশ ঠাকোর

গান্ধীনগর দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী অল্পেশ ঠাকোর এগিয়ে

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৪৬ key status

পিছিয়ে জিগনেশ মেবাণী

গুজরাতের বদগামে পিছিয়ে কংগ্রেস প্রার্থী তথা দলিত নেতা জিগনেশ মেবাণী। এগিয়ে বিজেপি প্রার্থী। 

timer শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৪৫ key status

এগিয়ে গুজরাতের বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল

গুজরাতের ঘাটলোদিয়া কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.