শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১৪:১০
ঐতিহাসিক জয়ের শুভেচ্ছা গুজরাতবাসীকে, টুইট অমিত শাহের
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১৩:২০
গুজরাত জুড়ে উৎসবে মেতেছে বিজেপি
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১২:৪৪
পিছিয়ে পড়েছেন আপের মুখ্যমন্ত্রীর মুখ ইসুদান
খামভালিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর তুলনায় পিছিয়ে পড়েছেন আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাদভি। শুরুতে তিনি এগিয়ে ছিলেন। কিন্তু গণনা যত এগিয়েছে ততই পিছিয়ে পড়ছেন তিনি।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১২:৪২
গুজরাতে মন্ত্রিসভার শপথ কবে?
আগামী ১২ ডিসেম্বর (সোমবার) শপথ নিতে পারেন ভূপেন্দ্র পটেল ও তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। জানিয়ে দিলেন গুজরাত বিজেপির সভাপতি সিআর পাটিল।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১২:৩৪
জিতলেন ‘গডমাদার’-এর ছেলে কন্ধল
গুজরাতে খাতা খুলল সমাজবাদী পার্টি (এসপি)। ‘গডমাদার’ সন্তোকবেন জাডেজার পুত্র কন্ধল জাডেজা কুটিয়ানা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। কন্ধল এর আগে এনসিপিতে ছিলেন।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১১:১০
গুজরাতে বিজেপি পাচ্ছে প্রায় ৫৪ শতাংশ ভোট
বিজেপি— ৫৩.৬ শতাংশ
কংগ্রেস— ২৬.৪৯ শতাংশ
আপ— ১২.৮৫ শতাংশ
সূত্র: নির্বাচন কমিশন
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১১:১০
গুজরাতে বিজেপি বিশাল জয়ের পথে
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১১:০২
জামনগর দক্ষিণ কেন্দ্রে আবার এগিয়ে গেলেন রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা
পিছিয়ে পড়েছিলেন। কিন্তু গণনা এগোতেই আবার এগিয়ে গেলেন ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা। জামনগর দক্ষিণ কেন্দ্রে পিছিয়ে আপ প্রার্থী।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১০:৪৮
মোদী-রথে সওয়ার হয়ে গুজরাতে বিশাল জয়ের পথে বিজেপি
বিজেপি— ১৫৫
কংগ্রেস— ১৮
আপ— ৭
অন্যান্য— ২
আসনে এগিয়ে রয়েছে।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:৫৬
গুজরাতে ৫০ শতাংশের বেশি ভোট বিজেপির
বিজেপি— ৫৩.১ শতাংশ
কংগ্রেস— ২৬.৬ শতাংশ
আপ— ১৩.৮ শতাংশ
সূত্র: নির্বাচন কমিশন
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:৫০
পিছিয়ে রবীন্দ্র জাডেজার স্ত্রী
গুজরাতের জামনগর দক্ষিণ কেন্দ্রে পিছিয়ে পড়লেন রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা। এগিয়ে গেল আপ।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:৩৭
সোলাঙ্কির ১৯৮৫-এর রেকর্ড অক্ষত থাকবে?
১৯৮৫-তে মাধব সিংহ সোলাঙ্কির নেতৃত্বে কংগ্রেস পেয়েছিল ১৪৯টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ১৪টি আসন। এখনও পর্যন্ত গুজরাতে অত আসন কেউ জিততে পারেনি। এ বার কি সেই রেকর্ডও ভেঙে দেবে বিজেপি?
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:৩৫
১৯৮৫-এর রেকর্ড ভেঙে দিতে পারবে বিজেপি?
বিজেপি— ১৪৯
কংগ্রেস— ২৩
আপ— ৮
অন্যান্য— ২
আসনে এগিয়ে রয়েছে।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:০৮
মোরবীতে এগিয়ে বিজেপি
মোরবীর তিনটি আসনেই এগিয়ে বিজেপি প্রার্থীরা। এই মোরবীতেই ব্রিজ ভেঙে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। একটি ঘড়ি প্রস্তুতকারক সংস্থাকে ব্রিজের মেরামতির বরাদ দেওয়া নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। যদিও এখনও অধরা সেই সংস্থার কর্ণধার।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:০৩
এগিয়ে গেলেন হার্দিক
পোস্টাল ব্যালট গণনার সময় পিছিয়ে পড়েছিলেন। ইভিএম গণনা শুরু হতেই গুজরাতের বিরামগাম কেন্দ্রে এগোচ্ছেন বিজেপি প্রার্থী হার্দিক পটেল।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৫৪
পিছিয়ে হার্দিক পটেল
গুজরাতের বিরামগাম কেন্দ্রে বিজেপি প্রার্থী হার্দিক পটেল পিছিয়ে।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৫২
মোদী রাজ্যে ঝড়ের গতিতে এগোচ্ছে বিজেপি
বিজেপি— ১১৮
কংগ্রেস— ৪২
আপ— ৬
অন্যান্য— ০
আসনে এগিয়ে রয়েছে।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৪৯
এগোলেন অল্পেশ ঠাকোর
গান্ধীনগর দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী অল্পেশ ঠাকোর এগিয়ে
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৪৬
পিছিয়ে জিগনেশ মেবাণী
গুজরাতের বদগামে পিছিয়ে কংগ্রেস প্রার্থী তথা দলিত নেতা জিগনেশ মেবাণী। এগিয়ে বিজেপি প্রার্থী।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৮:৪৫
এগিয়ে গুজরাতের বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল
গুজরাতের ঘাটলোদিয়া কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল।