একাধিক সন্ত্রাসবাদী সংগঠনের প্রসঙ্গ টেনে বিরোধীদের জোট ইন্ডিয়া বলে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এই জোটকে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি সঙ্গে তুলনা করেছেন মোদী। মণিপুরের হিংসা নিয়ে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধীদের মধ্যে দ্বন্দ্বের জেরে সংসদে অচলাবস্থা চলছে। এই অবস্থায় বাদল অধিবেশনের বাকি দিনগুলোর জন্য সরকারের কৌশল ঠিক করতে মঙ্গলবার সংসদের কার্যক্রম শুরুর আগে একটি বৈঠক হয় বিজেপি সংসদীয় বোর্ডের। সেখানেই বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ছাড়াও এই বৈঠকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, ক্যাবিনেট মন্ত্রী এবং দুই কক্ষের বিজেপি সাংসদরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী জনসংযোগ বৃদ্ধি এবং বিরোধী জোটের মোকাবিলার বিষয়ে দলীয় সাংসদের বিভিন্ন দিক নির্দেশ করেছেন।
এদিন বিরোধীদের সম্পূর্ণ দিকভ্রষ্ট বলে দাবি করে মোদী বলেন, বিরোধীদের কাজই কেবল প্রতিবাদ করা। তাই দলীয় নেতাদের তিনি নিজেদের কাজে মন দিতে পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, “বিরোধীরা সম্পূর্ণ দিশাহীন। মনে হয় তারা দীর্ঘদিন ধরে বিরোধী আসনে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বছর। কিন্তু এটা একটা সূচনাও বটে। কারণ ২০২৪ সালে আমরাই আবার সরকার গঠন করব।”
এরপরই বিরোধীদের সম্পর্কে তিনি বলেন, “যেভাবে ব্রিটিশরা এসে নিজেদের নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়েছিল। একইভাবে বিরোধীরাও নিজেদের ইন্ডিয়া বলে তুলে ধরছে। এমনকি ইন্ডিয়ান মুজাহিদিন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলির নামেও ইন্ডিয়া রয়েছে।”
মণিপুর হিংসা এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে আলোচনা ও সংসদের ভিতরে প্রধানমন্ত্রীট বিবৃতি দাবি করেছে বিরোধীরা। কিন্তু সরকার তাতে রাজি নয়। সরকার জানিয়েছে, তারা আলোচনা চাইলেও জবাব দেবেন অমিত শাহ। প্রধানমন্ত্রী নয়। এই নিয়ে দ্বন্দ্বের কারণে পরপর তিন দিন কোনো কার্যক্রম ছাড়া মুলতবি করে দিতে হয়েছে সংসদের দুই কক্ষ। সোমবার গোটা রাত সংসদ চত্বরে ধর্না দিয়েছেন বিরোধী সাংসদরা। তারমধ্যে বিজেপি সাংসদদের এই বৈঠক হয়েছে।
এদিকে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যলাইনস বা ইন্ডিয়া জোটের সংসদীয় নেতারা রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাড়গের ডাকে সংসদীয় কার্যালয়ে বৈঠক করেন। সেখানে সংসদে বিরোধী জোটের পরবর্তী কৌশল তৈরি হয়েছে। আগামী দিনে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা রয়েছে বিরোধী জোটের বলে সূত্রের খবর।