1/6খালি পায়ে পড়ল মোদীর পরশ, কাশী বিশ্বনাথ ধামে কর্মরতদের জন্য পাঠালেন পাটের জুতো। 2/6মন্দিরের চত্বরে চামড়া বা রাবারের জুতো পরে কাজ করার নিয়ম নেই। তাই খালি পায়েই কাজ করতে বাধ্য হন। সেই বিষয়টি জানতে পেরেই কাশী বিশ্বনাথ ধামে কর্মরতদের জন্য ১০০ জোড়া পাটের জুতো পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। (ছবি সৌজন্যে, টুইটার @MrsGandhi) 3/6পিটিআই জানিয়েছে, পুরোহিত, নিরাপত্তারক্ষী, সাফাইকর্মী-সহ অন্যান্যদের সেই জুতো পাঠিয়েছেন মোদী। (ছবি সৌজন্যে, টুইটার @MrsGandhi) 4/6পিটিআই জানিয়েছে, পাটের জুতো তৈরি করিয়ে কাশী বিশ্বনাথ ধামে কর্মরতদের জন্য পাঠিয়েছেন। যাতে হাড়কাঁপানো ঠান্ডায় কাশী বিশ্বনাথ ধামে কর্মরতদের খালি পায়ে থাকতে না হয়। (ছবি সৌজন্যে, টুইটার @MrsGandhi) 5/6ক সূত্রকে উদ্ধৃত করে পিটিআই বলেছে, ‘কাশী বিশ্বনাথ ধামের সঙ্গে অত্যন্ত অঙ্গাঙ্গীভাবে জড়িত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসীর সমস্ত ঘটনা এবং উন্নয়নমূলক বিষয়ের উপর তাঁর নজর আছে। ছোটোখাটো বিষয়ে মোদীর যে নজর আছে এবং গরিব মানুষের তাঁর যে বিশেষ টান আছে, তার আরও একটি উদাহরণ তুলে ধরল এই ঘটনা।’ (ছবি সৌজন্যে, টুইটার @MrsGandhi) 6/6গত মাসেই বারাণসীতে এসে কাশী বিশ্বনাথ করিডরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেন মোদী। প্রথম পর্যায়ের নির্মাণে ৩৩৯ কোটি টাকা খরচ হয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই) 2022-01-10