শুক্রবার মহারাষ্ট্রের নাসিকে গিয়ে কালারামের দর্শন করলেন প্রধানমন্ত্রী। সেখানে নিজে হাতে মন্দির পরিষ্কার করেছেন খোদ প্রধানমন্ত্রী। শুক্রবার একেবারে অভিনব কায়দায় ধর্মীয় স্থান স্বচ্ছতা অভিযানের প্রচার সেরেছেন তিনি।
মহারাষ্ট্রের নাসিকে কালারাম মন্দিরে গিয়েছিলেন মোদী। সেখানে তাকে দেখা গেছে নীল রঙের জলের বালতি ও মপ হাতে মন্দিরে প্রবেশ করছেন তিনি। তারপর মপ দিয়ে মুছে মন্দির চত্বর পরিষ্কার করছেন মোদী। একই সঙ্গে দেশের সমস্ত মন্দির চত্বর যাতে সব সময় পরিষ্কার থাকে তার বার্তাও দিয়েছেন তিনি।
গোদাবরী নদীর তীরে পঞ্চবটি এলাকায় এই মন্দির অবস্থিত। এই স্থানের সঙ্গে রামায়ণের সম্পর্ক রয়েছে বলে বিশ্বাস। রামায়ণের একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই পঞ্চবটি এলাকা। কালারাম মন্দিরে গিয়ে পুজো দিয়ে প্রার্থনা করেছেন মোদী। পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে মন্দির চত্বর সাফাইয়ের কাজেও হাত লাগিয়েছেন। এরপর নাসিকে একটি জনসভাতে উপস্থিত ছিলেন তিনি।
পাঁচটি বটগাছ থেকেই পঞ্চবটি নামকরণ বলে শোনা যায়। এই এলাকাতে রয়েছে দণ্ডকারণ্য জঙ্গল। এখানেই কুঁড়ে ঘর বানিয়ে ভগবান রাম ছিলেন বলে কথিত। রাম লক্ষ্মণ এবং সীতা বেশ কয়েক বছর সেই জঙ্গলে ছিলেন বলে বলা রয়েছে রামায়নে।
অযোধ্যায় রামের জন্মস্থানে তৈরি হওয়া মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দশ দিন আগে কালারামের মন্দির দর্শনে যান মোদী। ওই মন্দিরে মারাঠি ভাষায় লেখা রামায়নের পাঠ হয়। প্রধানমন্ত্রী মোদী সেখানে বসে তা শোনেন। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মারাঠি ভাষা থেকে হিন্দি ভাষাতে ঐ শ্লোক অনুবাদিত হয়েছে।