জাতপাতের রাজনীতি করার অভিযোগ বারবারই মোদীর বিরুদ্ধে করেন বিরোধীরা। সংখ্যালঘুদের অবহেলা করার অভিযোগ ওঠে মোদীর বিরুদ্ধে। এমনকি তার আমলেই অত্যাচারিত সংখ্যালঘুরা, বাড়বাড়ন্ত হিন্দুত্ববাদীদের, একথাও বলেন বিরোধীরা। এবার সেই সমস্ত অভিযোগের বিরুদ্ধে সপাটে জবাব দিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। বিরোধীদের সব দাবি খারিজ করে বরং তার পাল্টা অভিযোগ, ধর্মনিরপেক্ষতার আড়ালে জাত পাতের রাজনীতি করে বিরোধীরাই, বিজেপি নয়।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী দাবি করেছেন, ভোটের জন্য এসসি, এসটি ওবিসিদের মধ্যে বিভেদের রাজনীতি করছে বিরোধীরা। ওরা ভোট জিহাদকে সমর্থন করে। ধর্মনিরপেক্ষতার আড়ালে জাত পাত এবং ধর্মের রাজনীতি করে। আমি শুধু সেই মুখোশটা খুলে দিতে চাই। যাতে মানুষ দেখতে পায় এরা কতটা সম্প্রদায়িক।
প্রধানমন্ত্রীর পরিস্কার কথা, বিরোধীদের রাজনীতিটাই ভেদাভেদের রাজনীতি। ওরা এভাবেই রাজনীতি করে। মোদীর কথায়, “আমি মাঝে মাঝে ভাবি, আমার আরো যত্নবান হওয়া উচিত। কিন্তু এখন আমার মনে হয়, আমাকে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়া হলো, মানুষ আমাকে নিয়ে কী বলল, সেসব না ভেবে ওদের পাপ মানুষের সামনে আনা উচিত।
ধর্মের নামে রাজনীতি কখনোই তিনি করেন না। তার স্বপক্ষে যুক্তি দিয়ে মোদী বলেন, “আমি যখন কোন পরিষেবার কথা বলি, তখন সব সময় বলি ১০০% মানুষের কাছে সেটা পৌঁছে দিতে হবে বলি। আমি গ্রামে গ্রামে ১০০ শতাংশ পরিষেবা দিচ্ছি। কখনো কাউকে জিজ্ঞেস করি না আপনি কোন জাতের, কোন ধর্মের। সাবকা সাথ সাবকা বিকাশের আদর্শ আমরাই বিশ্বাস করি।