বোরখা পরে স্কুলে আসা যাবে না। এই মর্মে নির্দেশিকা জারি করেছিলেন স্কুলের প্রধান শিক্ষক। আর তারপরেই জঙ্গিগোষ্ঠীর হুমকির মুখে পড়তে হয়েছে তাকে। খুনের হুমকি দেওয়া হয় প্রধান শিক্ষককে। ফলে বাধ্য হয়ে নির্দেশ প্রত্যাহার করেছেন তিনি। কাশ্মীরের শ্রীনগরের একটি স্কুলের এই ঘটনা রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে।
বোরখা পরে স্কুলে যাওয়ার দাবিতে বিক্ষোভ দেখিয়েছে স্কুলের বেশ কিছু পড়ুয়া। বিশ্বভারতী গভর্মেন্ট স্কুলের একটি নির্দেশিকা ঘিরেই ঘটনার শুরু। কাশ্মীরের ওই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছিলেন, স্কুলের ভেতরে বোরখা পরা যাবে না। তবে হিজাব পরায় কোনে বাধা নেই বলেও জানান তিনি। কিন্তু স্কুলের ছাত্রীরা নির্দেশিকার প্রতিবাদ শুরু করে। তাদের দাবি, জোর করে পোশাক বিধি তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পোশাক পরা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগের প্রেক্ষিতে প্রিন্সিপাল তাদের বলেছেন বোরখা পরতে গেলে মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতে হবে। জানা গেছে, এরপরই জঙ্গিগোষ্ঠীর কাছে খুনের হুমকি পান স্কুলের প্রধান শিক্ষক।
শেষ পর্যন্ত প্রধান শিক্ষক এই নির্দেশ প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। কথা বলেছেন পড়ুয়াদের অভিভাবকদের সাথেও। তিনি বলেছেন, যেহেতু স্কুলের সব মেয়েরা বেশিরভাগ সময়ই বোরখা পরে থাকে না, তাই এটিকে একেবারে নিষিদ্ধ করতে চেয়েছিলাম।