স্বাধীনতা দিবসের আগে বড়সড় নাশকতার ছক বানচাল করল সেনা। কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম করা হল এক জঙ্গির। সেনার গুলিতে মৃত জঙ্গি লস্কর-ই-তৈবার সদস্য বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কাশ্মীরের কুলগাম জেলার মালপোরা মীরবাজার এলাকায়। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, এদিন সকালে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযানে নামে সেনাবাহিনী। তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় গুলির লড়াই। তবে সেনাবাহিনীর সামনে টিকতে পারেনি সন্ত্রাবাদীরা।
জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, সকাল সাড়ে ন’টার মধ্যেই অভিযান শেষ করা হয়। বিজয় কুমার বলেন, ‘দুই সাধারণ নাগরিক গুলিতে জখম হয়েছেন। এঁরা হলেন অনন্তনাগের বাসিন্দা সাহিল ইয়াকুব ভাট এবং কুলগামের বাসিন্দা শাহিদ ফারুক শেখ। এছাড়াও সিআরপিএফের এক সদস্য এবং সেনাবাহিনীর এক জওয়ান জখম হয়েছেন।’
এদিকে জখম সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই বাহিনীর দুই সদস্যই স্থিতিশীল রয়েছেন। তবে সাহিল ইয়াকুব ভাটের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে, বৃহস্পতিবার রাতে শ্রীনগরের জাতীয় সড়ক বন্ধ রাখা হলেও শুক্রবার সেটি ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই এই এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সেনাবাহিনী। গুলির লড়াইয়ের মাঝে পড়ে জখম হন দুই সাধারণ নাগরিক। জখম হন সেনাবাহিনীর দুই সদস্যও। প্রাণহানি আটকাতে ২২ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাত নামার পর অন্ধকারে অভিযান চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। পরে শুক্রবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি ও সংঘর্ষ। তার কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর গুলিতে নিকেশ হয় এক জঙ্গি।