মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান আন্তোনিওতে একটি ট্রাকের ভিতরে ৪৪ জন অভিবাসীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সিটি কাউন্সিলের সদস্য আদ্রিয়ানা রোচা গার্সিয়া এই ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন সান আন্তোনিও পুলিশ প্রধান তাঁকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
সান আন্তোনিওর ডিস্ট্রিক্ট ৪-এর প্রতিনিধিত্ব করা রোচা গার্সিয়া সোমবার রাতে বলেন যে আরও ১৬ জন অভিবাসীকে ট্রাক থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেথোডিস্ট হেলথ কেয়ারের একজন মুখপাত্রের মতে, উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে তিনজনকে মেথোডিস্ট হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তাঁদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
উল্লেখ্য, আমেরিকায় প্রবেশ করতে চেয়ে অভিবাসীর মৃত্যু এই প্রথম নয়। এর আগেও বহুবার এমনটা ঘটেছে। চলতি বছরের জানুয়ারিতেই এমন একটি ঘটনায় কানাডায় ঠান্ডায় জমে মৃত্যু হয়েছিল এক ভারতীয় পরিবারের। প্রবল ঠাণ্ডায় কার্যত জমে গিয়ে মৃত্যু হয় একটি ভারতীয় পরিবারের চার সদস্যের। মৃতদের মধ্যে ছিল একটি শিশুও। আমেরিকা-কানাডা সীমান্তে ঘটনাটি ঘটেছিল। পরিবারটিকে অবৈধভাবে কানাডা থেকে আমেরিকায় ঢোকানোর চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। মৃত ওই ভারতীয় পরিবারের সদস্যরা গুজরাতের গান্ধীনগরের বাসিন্দা ছিলেন বলে জানা যায়। জানা গিয়েছে, ওই চারজনের দেহ উদ্ধারের পাশাপাশি আরও পাঁচজনকে সীমান্ত পেরনোর চেষ্টা করতে দেখে ফেলেন আমেরিকার সীমান্তরক্ষীরা। তাঁরাও ভারতীয় ছিলেন বলেই জানা যায়।