‘১০০ কোটি টাকা নয়ছয় তো দূর অস্ত, রাজ্য সরকার ওই একই সময়ে এই প্রকল্পে ১৮.৮ কোটি টাকার সাশ্রয় করেছে’! কেন্দ্রের মিড-ডে মিল রিপোর্ট নিয়ে এবার টুইট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর প্রশ্ন, ‘অযথা চায়ের কাপে তুফান না তুলে জে.আর. এম-র মাননীয় চেয়ারপার্সন কী এই নজিরবিহীন অপদার্থতার যোগ্য জবাবদিহি করবেন অনুগ্রহ করে’?
ঘটনাটি ঠিক কী? বাংলায় মিড-ডে মিল প্রকল্পে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদকে চিঠি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যে আসে কেন্দ্রের যৌথ পর্যালোচনা মিশন (JRM)। এই প্রকল্পের পোশাকি নাম, পিএম পোষণ।