Mid Day Meal Row: মিড ডে মিলে নিম্নমানের খাবার, ভয়ংকর গরমে বিদ্যুৎহীন ক্লাসঘর, স্কুলের টাকা তছরুপের অভিযোগে শিক্ষককে তালাবন্দি করে…

 মিড ডে মিলের টাকা নয়-ছয় সহ স্কুলের উন্নয়নের টাকা নয়-ছয়ের অভিযোগ উঠল স্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা বর্তমান সহকারী শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদে অভিযুক্ত শিক্ষককে ঘরে আটকে রেখে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত আনন্দবাস প্রাথমিক বিদ্যালয়ে। 

কী ঘটেছে? 

বিক্ষোভকারীদের দাবি, ওই স্কুলের শিক্ষক সুকান্ত সুর ২০১৭ সালে ওই বিদ্যালয়ে যোগদান করেন। কিছুদিন পরেই ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন তিনি। স্কুলের মিড ডে মিল সহ উন্নয়নের যাবতীয় দায়িত্ব আসে তাঁর হাতে। অভিযোগ, এর পরই মিড ডে মিলের টাকা নয়ছয়-সহ উন্নয়নের বরাদ্দ টাকাও তছরুপ করতে থাকেন তিনি। 

গত বছর ফেব্রুয়ারি মাসে ওই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন নিরঞ্জন কর্মকার। অভিযোগ প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও তাঁর হাতে স্কুলের তহবিলের দায়িত্ব বুঝিয়ে দেননি অভিযুক্ত শিক্ষক সুকান্ত সুর। এমনকি স্কুলের ইলেকট্রিক বিল না দেওয়ার জন্য বিদ্যুতের সংযোগ কেটে দিয়ে যায় বিদ্যুৎ পর্ষদ। এই তীব্র গরমে পাখা না চালিয়েই ক্লাস করতে হচ্ছে খুদে পড়ুয়াদের। এমনকি মিড ডে মিলে দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার।  গ্রামবাসীদের তরফে বারবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। গ্রামবাসীদের অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক। তাঁর দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে বারবার লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। 

এবার এরই প্রতিবাদে এলাকার অভিভাবকেরা আজ স্কুলে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযুক্ত শিক্ষককে ঘরে তালাবন্দি করে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতয়ালি থানার পুলিস। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.