মুখ্যমন্ত্রী পদে প্রথমবার বসেই বড় সিদ্ধান্ত নিলেন মোহন যাদব। দায়িত্ব নেওয়ার পরই তাঁর প্রথম সিদ্ধান্ত ধর্মীয় স্থানে লাউড স্পিকার নিষিদ্ধ করতে হবে। বুধবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহন যাদব। তারপরেই তাঁর সিদ্ধান্ত, মসজি–সহ অন্যান্য ধর্মীয় স্থানে মাইক বাজানো যাবে না।
এই ধরনের নির্দেশ নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে গোটা দেশে। এই মর্মে এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, মসজিদে লাউড স্পিকার বাজানো কারোর মৌলিক অধিকার নয়। বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মোহন যাদব। তারপরেই মধ্যপ্রদেশ সরকারের তরফের এই নতুন নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়েছে, নিয়ম বহির্ভূতভাবে, বেলাগামভাবে মাইক বাজালে তা নিষিদ্ধ করতে হবে। তবে নিয়ম মেনে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা নেই। নির্দিষ্ট ডেসিবেলের মধ্যে নির্দিষ্ট সময়ে মাইক বাজানোর কথাও বলা হয়েছে সরকারি নির্দেশে।
মাইক বাজানো নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের কথা মনে করিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এর আগে যোগী আদিত্যনাথের সরকার জানিয়েছে, মন্দির, মসজিদে মাইকের শব্দ যেনো বাইরে না আসে। মন্দির, মসজিদে প্রার্থনার শব্দ তার ভিতরেই সীমাবদ্ধ থাকা কাম্য। মুখ্যমন্ত্রী এই কথা বলার পরই উত্তরপ্রদেশে মন্দির, মসজিদ মিলিয়ে ১৭ হাজারেরও বেশি ধর্ম স্থানে মাইকের শব্দমাত্রা কমিয়ে অনুমোদিত সীমার মধ্যে বেঁধে রাখা হয়।
একাধিক হেভিওয়েট নেতাকে টপকে মুখ্যমন্ত্রী হিসেবে মোহন যাদবকে বেছে নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর অন্যতম কারণ রাজনৈতিক সমীকরণ। ওবিসিদের মুখ, মোহন যাদবকে ভেবেচিন্তেই মুখ্যমন্ত্রী করা হয়েছে গোবলয়ের এই রাজ্যে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।