মহরম ও ডব্লিউবিসিএস পরীক্ষার দিন অতিরিক্ত মেট্রো চালাবে রেল। বুধবার কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। মহরম উপলক্ষে শুক্রবার চলবে ১৭২টি ট্রেন। অন্য দিকে আগামী রবিবার ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের জন্য ১১২টি ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার মহরমের দিন কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে চলবে ১৬৫টি ট্রেন। সকাল ও সন্ধ্যায় ব্যস্ত সময়ে আট মিনিটের ব্যবধানে চলবে ট্রেন। সকালের প্রথম ট্রেন চলবে ৮টায়। অন্য দিকে শেষ ট্রেন চলবে রাত ৯টায়।
আগামী রবিবার কবি সুভাষ ও দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে ১১১টি ট্রেন চলবে। সকাল ১০টায় প্রথম মেট্রো চলবে। শেষ মেট্রোর সময় রাত ৯টা। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী ছাড়া ডব্লিউবিসিএস পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা ট্রেনে চাপতে পারেন। তবে তার জন্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, পরীক্ষার্থীর আইডেন্টিটি কার্ড দেখাতে হবে। অবশ্য টোকেন নয়, এক মাত্র স্মার্টকার্ড থাকলেই ওঠা যাবে ট্রেনে।
সেই সঙ্গে শনিবারও মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে। আগে যেখানে শনিবার ১০৪টি ট্রেন চলত সেখানে আগামী শনিবার থেকে ১৭২টি ট্রেন চলবে। ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান এবং শুরু ও শেষ ট্রেনের সময় একই রয়েছে। তবে শুধুমাত্র মেট্রো কর্মী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ট্রেনে উঠতে পারবেন।