আগামী দু বছরে কলকাতা মেট্রোয় আরো ৪০ কিলোমিটার লাইন যুক্ত হয়ে যাবে। শুক্রবার মেট্রো রেলওয়ে জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এই কথা জানিয়েছেন। ২০২৫ সালের মধ্যে কলকাতা মেট্রো নেটওয়ার্ক ৯০ কিলোমিটার পথ পেরিয়ে যাবে। আর ২০২৭ সালের মধ্যে সেটা পৌঁছে যাবে ১২০ কিমিতে।
কলকাতা মেট্রোর চল্লিশ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তার সূচনা হয়েছে আজ। সেই উপলক্ষে কলকাতা মেট্রো ভবনের সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেই সাংবাদিক বৈঠক থেকে মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার জানান, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নিউ গড়িয়া এবং নোয়াপাড়া দু’দিক থেকে এয়ারপোর্টকে যুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
আপাতত কলকাতা মেট্রো নর্থ সাউথ করিডোর- এর ৩২.১ কিলোমিটার পরিষেবা চালু আছে। ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা পাওয়া যায়। জোকা- এসপ্লানেড মেট্রো, জোকা মাঝেরহাট এবং নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলছে। সব মিলিয়ে প্রায় ৬০ কিলোমিটার অংশে মেট্রো পরিষেবা চালু আছে। ধাপে ধাপে সেটা আরো বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।
প্রাথমিকভাবে শিয়ালদা থেকে এসপ্লানেড পর্যন্ত ২.৪ কিলোমিটার অংশে পরিষেবা চালু করে পুরো ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনজুড়ে দেওয়া হবে, সেটা ২০২৫ সালের মার্চ এপ্রিলের মধ্যেই হতে পারে। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রোকে বেলেঘাটা পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। নোয়াপাড়া- বারাসত লাইনে প্রাথমিকভাবে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রো চালু করা হতে পারে।
ইস্ট ওয়েস্ট মেট্রোর বেশিরভাগ অংশের কাজ বাকি না থাকলেও নিউ গড়িয়া এয়ারপোর্ট, জোকা এসপ্লানেড, নোয়াপাড়া- বারাসত মেট্রোপলিটনের অনেক কাজই বাকি আছে। জমি জটের মত কারণে একাধিক জায়গায় কাজ থমকে রয়েছে।