৪৪ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছতে পারে পারদ? কতদিন চলবে অসহ্য এই তাপপ্রবাহ?

কলকাতায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তা আরও বাড়তে পারে আগামীকাল। কলকাতা ও সংলগ্ন-এলাকায় রবিবারের মধ্যে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে অনুমান  আবহাওয়া বিজ্ঞানীদের।  (তথ্য: অয়ন ঘোষাল) 

  

2/7

সর্বোচ্চ ৪৪ ডিগ্রি

দক্ষিণবঙ্গে বাঁকুড়া জেলায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে পারদ। (তথ্য: অয়ন ঘোষাল) 

3/7

চরম তাপপ্রবাহ

পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জুড়ে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। (তথ্য: অয়ন ঘোষাল) 

  

4/7

সোমবার পর্যন্ত তাপপ্রবাহ

 শনি ও রবিবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত। (তথ্য: অয়ন ঘোষাল) 

  

5/7

বৃষ্টির সম্ভাবনা

সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে। হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে মঙ্গলবার থেকে! (তথ্য: অয়ন ঘোষাল) 

  

6/7

দমকা ঝোড়ো হাওয়া

একদিকে তাপপ্রবাহ থাকলেও অন্য দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম– এই ১০ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে! (তথ্য: অয়ন ঘোষাল) 

  

7/7

গরম ও অস্বস্তিকর আবহাওয়া

উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় হালকা বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও হালকা দমকা ঝড় হবে আগামী ২৪ ঘণ্টায়। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের নীচের দিকে তিন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মালদা-সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.