পূর্ববঙ্গে হিন্দুদের স্মৃতি (৭৫) এক গৌরবোজ্জ্বল ইতিহাসের পাতায় সিরাজগঞ্জের সান্যাল জমিদার

দোলপূর্ণিমা ও বসন্ত উৎসব দুটোই ভারতের পশ্চিম বঙ্গের অধিবাসীদের কাছে বিশাল ব্যাপার। বিশেষ করে বোলপুরের শান্তিনিকেতনে গেলে বোঝা যায়।

তবে আজ থেকে প্রায় আড়াইশ বছর আগেই তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের বৃহত্তর পাবনার সিরাজগঞ্জের সলপের সান্যাল জমিদার বাড়ির শিববাড়িতে প্রথম জাঁকজমকপূর্ণ ভাবে শুরু হয় বসন্ত উৎসব।

বছরের বিভিন্ন সময়ে সান্যাল বাড়ির শিবমন্দিরে মহা ধুমধামে পূজা-অর্চনা ও উৎসব হতো। কলকাতাসহ ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে ধর্মানুরাগী নারী-পুরুষ এসব উৎসবে যোগ দিতেন। নাটোরের রানী ভবানীর পরিবারের সাথে ছিল সিরাজগঞ্জের এই সান্যাল জমিদার পরিবারের বিশেষ ঘনিষ্টতা।

সলপ জয়কালী মন্দিরের সেবাইত কৃষ্ণা সান্যাল জানান, ষাটের দশকের গোড়ার দিকে জমিদাররা ভারতে চলে গেলে মন্দিরের দেখাশোনার দায়িত্ব পান জমিদারদের বংশধর সলপের দেবেন্দ্রনাথ ঠাকুর। তখন মাঝেমধ্যে পূজা-অর্চনা হলেও ১৯৮৬ সালে তাঁর মৃত্যুর পর এটি অরক্ষিত হয়ে পড়ে।

সূত্র— পুরনো কলকাতার ঘরবাড়ি ফেসবুক গ্রুপে মহম্মদ সাইফুল ইসলামের পোস্ট। সঙ্কলন— অশোক সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.