পূর্ববঙ্গে হিন্দুদের স্মৃতি (৬৮) ইতিহাস যেথা থমকে গেছে, “ক্ষুদিরাম বসুু” তোমার খোঁজে

ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূর্য্য সৈনিক “ক্ষুদিরাম বসুুর” মামার বাড়ি কুমারখালী উপজেলার যদুবয়রায় ঐতিহাসিক লাহিড়ী বিল্ডিং। ২০টি ছবি যুক্ত করে ফজলুল আহসান লিখেছেন, “দুই তলা বিল্ডিংটির নিচে চারটি রুম ও একটি হল রুম আছে এবং দ্বিতীয় তলায় দুইটি রুম ও পিছনের বারান্দা রয়েছে।

সে সময় ভারতবর্ষের পুলিশের ডি আই জি পূর্ণ চন্দ্র লাহিড়ী নামে এক ব্যক্তি এখানে মাঝে মধ্যে আসতেন। তবে পূজো পার্বণে বেশি আসতেন বলে এই জায়গায় সে সময় এক আনন্দ উৎসব চলতো। ভবনটি অনেক ইতিহাস এবং ঐতিহ্যের ধারক এবং বাহক হিসাবে এখনও বিদ্যমান। তবে দিন দিন সংরক্ষণের অভাবে এই তার ইতিহাস বিলুপ্ত হতে চলেছে। তৎকালীন ব্রিটিশ আমলে চুন, সুরকী দিয়ে তৈরি দ্বিতল বাড়িটি এখন অনেকটাই ঝুঁকির মুখে।

ঝুঁকি নিয়ে বর্তমানে যদুবয়রা ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম চলছে। ইউনিয়নের সাধারন জনগণের জমিজমা সংক্রান্ত সকল তথ্য এখানে সংরক্ষিত থাকে। দুঃখের বিষয় হচ্ছে অনেক পুরাতন ভবন হওয়ায় বর্ষায় সামান্য বৃষ্টি হলেই ছাদ দিয়ে জল পড়ে। তাছাড়া এই ভবনের দরজা এবং জানালার দুর্লভ কাঠ রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছে।

যদুবয়রা লাহিড়ী ভবনটি সংরক্ষনের জন্য বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.