ব্যবধান মাস পাঁচেকের। ফের ভূমিকম্প মেঘালয়ে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.২! এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
তখন সবেমাত্র বিধানসভা ভোট পর্ব মিটেছে। একবার নয়, চলতি বছরের গোড়ার দিকে পরপর দু’বার ভূমিকম্প হয় উত্তর-পূর্ব ভারতে। প্রথমে মণিপুর, তারপর মেঘালয়ে। তবে রিখকার স্কেলে তীব্রতা ছিল। সেবার তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
ভরসন্ধেয় ফের কাঁপল মেঘালয়ে। ঘড়িতে তখন প্রায় ৮। এদিন ভূমিকম্প অনুভূত হয় মেঘালয়ে পশ্চিম খাসি পাহাড় লাগোয়া এলাকায়। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
এর আগে, গত বছরের শেষেও ভূমিকম্প হয়েছিল মেঘালয়ে। কম্পনটি অনুভূত হয় ভোররাতে– ৩টে ৪৬ মিনিট নাগাদ। টুরার ৩৭ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। মেঘালয়ের টুরা অঞ্চলের ৩৭ কিলোমিটার উত্তরপূর্বে ঘটা এই ভূমিকম্পটির এপিসেন্টার ছিল মাটির ৫ কিলোমিটার গভীরে।