শ্রাবণের বাতাসে আছে বিদায়ের সুর। ১৩৪৮ সালের ২২ শ্রাবণ প্রিয় কবির চলে যাওয়া অনন্তের উদ্দেশ্যে। কিন্তু বিদায়ের সে সুর আজ মিলনের রাগে বেজে উঠল মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাঙ্গনে।
বাইশে শ্রাবণ স্মরণীয় হয়ে উঠল বিশ্বকবির প্রয়াণ দিবসের ৮৪ তম বর্ষের নানান স্মরণীয় মুহূর্তের সমন্বয়ে।বিদ্যালয়ে বিশ্ববরেণ্য কবির শ্বেতশুভ্র মূর্তিতে মাল্যদান সহযোগে শ্রদ্ধা জানান প্রধান শিক্ষিকা হিমানী পড়্যা। সহকারি প্রধান শিক্ষক রতন কুমার মান্না পুষ্পার্ঘ নিবেদন ও উপস্থিত ছাত্রদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের যুগ্ম আহ্বায়ক কল্যাণ ঘোষ ও অভিজিৎ ঘোষ এই মনোজ্ঞ অনুষ্ঠানটির আয়োজন করেন। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করেন শিক্ষক শম্ভুরাম মাইতি। কবিগুরুর গান পরিবেশন করেন হিমানী পড়্যা, শিক্ষিকা সানাই পাত্র। সুরের মুর্ছনায় ও বক্তৃতা আলোচনায় আজকের বিশেষ দিনটিতে উপস্থিত সকলেই উপভোগ করেছেন। বিদ্যালয়ের শিক্ষক আশিস পাত্র তাঁর বক্তব্যে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্ররা সমৃদ্ধ হয়।
সমগ্র অনুষ্ঠানটি সাবলীল ও সুচারুভাবে পরিচালনা করেছেন বিদ্যালয়ের শিক্ষক সুকুমার ভুঁইঞা। সব মিলিয়ে আজ বাইশে শ্রাবণের বিকেলে নিবিড় ভাবে ধরা দিয়েছেন ‘নিভৃত প্রাণের দেবতা’ আমাদের সবার প্রিয় রবি ঠাকুর।।