১ এপ্রিল, শনিবার থেকে একগুচ্ছ ওষুধের দাম বাড়ল। ওষুধের দাম আগের চেয়ে অন্তত ১২ শতাংশ বাড়ছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ওষুধের দাম বৃদ্ধিতে সবুজ সঙ্কেত দিয়েছে। পর্যবেক্ষকেরা জানাচ্ছেন, ওষুধের দামে এই ১২ শতাংশের বেশি বৃদ্ধি এক বছরের হিসাবে সর্বোচ্চ।
এনপিপিএ-র তালিকা অনুযায়ী, দাম বাড়ছে প্যারাসিটামল, অ্যামোক্সিলিন, মরফিন, অ্যামপিসিলিন-সহ বহু ট্যাবলেটের।