চিকিৎসা পরিষেবার সুযোগ করে দিয়ে আদিবাসীদের পাশে দাঁড়াল কুশল ভারত গ্রুপ নামে পুরুলিয়ার একটি সংস্থা। প্রায় সময়ই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আদিবাসীদের পাশে এগিয়ে এসেছে তারা।
কুশল ভারত গ্রুপের ডাইরেক্টর তথা পুরুলিয়ার বিশিষ্ট শিল্পপতি নরেশ আগরওয়ালের পরিচালনায় অযোধ্যা পাহাড়ের কুশল পল্লী রিসোর্টে প্রায় সময়ই পাহাড়বাসীর জন্য বিভিন্ন কর্মসূচি হয়ে থাকে। তিনি গত জুন মাসে কুশল পল্লী রিসোর্টে বিনামূল্যে স্বাস্থ্য কেন্দ্রর উদ্বোধন করেন পাহাড়বাসীর জন্য। বৃহস্পতিবার আরেকটি কর্মসূচির আয়োজন করলো কুশল ভারত গ্রুপ।
এদিন নিঃশুল্ক চিকিৎসা শিবির আয়োজন হলো ওই রিসোর্টে। বিনামূল্যে কার্ডিওলোজি, অর্থোপেডিক, চক্ষু পরীক্ষা, ব্লাড প্রেসার, ইসিজি, সিবিজি পরীক্ষা করে বিনামূল্যে ঔষুধের ব্যবস্থা করা হয় এই শিবিরে। নিঃশুল্ক চিকিৎসা শিবির পেয়ে খুশি পাহাড়বাসী। সরকারি চিকিৎসা কেন্দ্র থাকলেও এই বাড়তি পরিষেবায় প্রভূত উপকৃত হলেন বলে তাঁদের অভিমত।