দুটো পঞ্চাশ নাগাদ মেডিকেলের সুপার স্পেশ্যালিটি ব্লকের ফার্স্ট ফ্লোরে সার্ভার রুমে আগুন লাগার খবর পায় দমকল। ওই ফ্লোরে কোনও রোগী চিকিৎসাধীন ছিলেন না। সেকেন্ড ফ্লোরেই আছে সিসিইউ। পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আধ ঘণ্টায় আগুন আয়ত্বে আনে দমকল। এই ঘটনায় হাসপাতাল জুড়ে ছড়ায় আতঙ্ক।
দমকলের তিনটি ইঞ্জিন সহ আসে ডিএমজি। বিদ্যুৎ বন্ধ থাকায় সিসিইউতে ব্যাটারী ব্যাকআপ দিয়ে পরিষেবা সচল রাখা হয়। সিসিইউতে ভেন্টিলেটরের মত জরুরী যন্ত্র রয়েছে। পুলিস দমকল জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় বিপদ রোখা সম্ভব হয়েছে। তবে বেশ কিছুক্ষন কালো ধোঁয়ায় ঢেকে যায় ফার্স্ট ফ্লোর।