ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্ত প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে আজ মেদিনীপুরে মিডিয়া কর্মশালা “বার্তালাপ” এর আয়োজন করা হয়। পিআইবি-র পূর্বাঞ্চলের মহা নির্দেশক ভূপেন্দ্র কাইন্থোলা, বলেন, “বার্তালাপ” হল সরকার এবং মিডিয়ার মধ্যে যোগাযোগের সেতু স্থাপনের জন্য একটি মাধ্যম। কাইন্থোলা আরো বলেন, মিডিয়াতে সরকারি কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে ঘাটতি তুলে ধরতে হবে, যাতে তা সরকারের নজরে আসে।
আজকের এই বার্তালাপ অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুর জেলার ছোট এবং মাঝারি সংবাদপত্রের প্রচুর সাংবাদিক অংশ নিয়েছিলেন। কাইন্থোলা প্রেস ইনফরমেশন ব্যুরোর কার্যাবলী তুলে ধরেন। ভুয়ো খবরকে আজকের বিশ্বের অন্যতম প্রধান উদ্বেগ ও চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে মিথ্যা সংবাদের বিষয়েও আলোচনা হয় এবং সত্য ও নকলের মধ্যে পার্থক্য করতে গণমাধ্যমের কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন, পিআইবি কলকাতার প্রাক্তন অতিরিক্ত মহানির্দশক দেবাঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। সেবা, সুশাসন এবং গরিব কল্যাণে নরেন্দ্র মোদী সরকারের নয় বছরের বৈশিষ্ট্যের পাশাপাশি, “আত্মনির্ভর ভারত”, কল্যাণমূলক প্রকল্প এবং ভারতের উৎপাদন ক্ষমতার শক্তিকে শক্তিশালী করার মাধ্যমে ভারত বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে বলেও উল্লেখ করা হয়।