এবার জাতীয় অস্থি ও সন্ধি দিবসে রোগ নিয়ে সচেতনতায় এগিয়ে এল ম্যাক্স হেলথ। আজ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকে ম্যাক্স হেলথ কেয়ারের সংস্থার কর্ণধার শষীম চক্রবর্তী ও প্রীতি চক্রবর্তী নিজের অফিসে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে।
এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ডাঃ আনন্দাশ্রু বসু জানান, সারা বিশ্বজুড়ে যেভাবে কম বয়সী থেকে বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে অস্থি সন্ধির ক্ষয় বৃদ্ধিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই বিষয়ে ভাবনা চিন্তা নিয়েই সমাজে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে মানুষকে সচেতন করতে এগিয়ে এলো এই সংস্থা। তিনি বলেন যে, কিভাবে শরীরের অস্থি, মজ্জার ক্ষয় নিয়ন্ত্রণে রাখা যায়, অস্থি ক্ষয় হলে কী কী ওষুধ খেতে হবে, দৈনন্দিন খাবারে পরিমান কী হবে এবং খাদ্যাভ্যাসে কী পরিবর্তন করতে হবে, এই সব সংক্রান্ত আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এই নিয়ে রাজ্যের মধ্যে তাঁরা আগামী দিনে বৃহৎ পরিসরে একটি শিবিরের আয়োজন করবে বলে জানান।
তিনি আরও জানান, এই অস্থিসন্ধি ক্ষয় নিয়ে একটি সচেতনতা মূলক প্রচার ট্যাবলোর উদ্বোধন করে বিভিন্ন এলাকায় প্রচার করা হবে। বিভিন্ন জায়গায় ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা ও ওষুধ প্রদান সহ আলোচনা শিবিরও করবেন।