ছত্তীসগঢ়ে ফের মাওবাদী বিরোধী অভিযানে সাফল্য। যৌথহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৮ মাওবাদী। উদ্ধার প্রচুর অস্ত্র ও বিস্ফোরক। নিহত ১ জওয়ানও, আহত আরও ২। এবার ছত্তিশগড়ের মাড় অঞ্চল।
গত চল্লিশ বছরে ছত্তীসগঢ়ের এই মাড় অঞ্চল মাওবাদীদের শক্তঘাঁটি হিসেবেই পরিচিত। ৫ দিন ধরে সেই মাড় অঞ্চলের অভিযানে নেমেছে যৌথবাহিনী। আর তাতেই মিলল বড়সড় সাফল্য।
ছত্তিশগড় পুলিস সূত্রে খবর, ঘড়িতে তখন সাড়ে সাতটা। গতকাল, শনিবার মাড় অঞ্চলের কুতুল ফরজবেড়া ও কোরটামেটার জঙ্গলে মাওবাদীদের উপর হামলা চালায় যৌথবাহিনী। দ্রুত পজিশন নিয়ে তাদের আত্মসমপর্ণ করতে বলেন জওয়ান। কিন্তু আত্মসমপর্ণ তো দূর অস্ত, উল্টে যৌথবাহিনী লক্ষ্য গুলি চালাতে শুরু করে মাওবাদীরা।
গত বছরের ডিসেম্বরে পালাবদল ঘটেছে ছত্তীসগঢ়ে। রাজ্যের বিভিন্ন জেলায় এখন মাওবাদী অভিযানে নেমেছে নিরাপত্তাবাহিনী ও পুলিস। চলতি বছরের এপ্রিলে কাঁকেড় জেলায় নিহত হন ২৯ জন মাওবাদী।