নতুন রূপে সেজে উঠবে বাংলার একাধিক স্টেশন, ৬ আগস্ট নতুন প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতীয় রেলে নতুন প্রকল্প আসতে চলেছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে সারা দেশের মোট ১৩০৯ টি স্টেশনকে তুনভাবে সাজিয়ে তলার পরিকল্পনা নেওয়া হয়েছে। রেলের তরফে রবিবার ৬ আগস্ট নতুন প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওতায় বাংলার মোট ৩৮টি স্টেশন নতুনভাবে সেজে উঠতে চলেছে।

পূর্ব রেলের অধীনে ২৮ টি স্টেশন এবং দক্ষিণ-পূর্ব রেলের অধীনের ১০টি স্টেশন এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে চলেছে। এই প্রকল্পের অধীনে থাকছে পূর্ব রেলের চারটি ডিভিশনের মধ্যে আসানসোল ডিভিশনের পাঁচটি স্টেশন। হাওড়া ডিভিশনের নয়টি স্টেশন। শিয়ালদা এবং মালদা ডিভিশনের সাতটি করে স্টেশন।

পূর্ব রেলের আঠাশটি স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তুলতে১১৮৭ কোটি টাকা ব্যয় হবে রেলের। অন্যদিকে দক্ষিণ-পূর্ব রেলের দশটি স্টেশন পুনর্গঠনের জন্য ৫৮৯ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রেল সূত্রে খবর, পূর্ব রেল স্টেশনগুলির মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ করা হবে হাতিয়া স্টেশনের জন্য। মোট ৩৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই স্টেশনের জন্য। অন্যদিকে দক্ষিণ-পূর্ব রেলের ক্ষেত্রে আসানসোল স্টেশনের জন্য ব্যয় করা হবে ৪৩১ কোটি টাকা। সাংবাদিক বৈঠক করে পূর্ব রেলের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে।

প্রথম পর্যায়ে ৫০৮টি স্টেশনকে সাজিয়ে তোলা হবে, যার মধ্যে থাকবে বাংলা স্টেশনগুলি। যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রার মান উন্নয়নের স্বার্থে এই পরিকল্পনা গ্রহণ করেছে রেল, বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.