Manu Bhaker | Durga Puja 2024: শ্রীভূমির এবারের চমক মনু ভাকের! তৃতীয়ায় শহরে জোড়া অলিম্পিক্স পদকজয়ী

প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) আগুনে পারফর্ম করে সব আলো একাই কেড়ে নিয়েছিলেন শ্যুটার মনু ভাকের (Manu Bhaker)। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত দক্ষতায় ব্রোঞ্জ জেতার পাশাপাশি, তিনি ১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন সরবজ্যোত সিংয়ের সঙ্গে (Manu Bhaker And Sarabjot Singh)। দেশের কৃতী কন্য়া এবার দুর্গা পুজোয় আসছেন কলকাতায় (Durga Puja 2024)! 

আগামী শনিবার, ৫ অক্টোবর, দ্বিতীয়ার দিন দুপুরে মনু কলকাতায় আসছেন পাঁচ ঘণ্টার ঝটিকা সফরে। বিমানবন্দর পা দিয়েই মনু সোজা চলে যাবেন শ্রীভূমিতে মন্ত্রী সুজিত বসুর পুজোয়। আগামিকাল যে পুজোর উদ্বোধন করছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  ক্রীড়া উদ্যোগপ্রতি শতদ্রু দত্তর উদ্যোগেই কলকাতায় আসছেন মনু। যিনি দেশের সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়াকেও নিয়ে এসেছিলেন শহরে। মোট তিনটি অনুষ্ঠানে যোগ দেবেন মনু। এর মধ্য়ে শতদ্রুর ‘তাহাদের কথা’ অনুষ্ঠান রয়েছে বাইপাসের ধারের এক হোটেলে। 

প্রথম ভারতীয় হিসেবে এক অলিম্পিক্সে জোড়া পদক পাওয়ার নজির গড়েছেন মনু। পিভি সিন্ধুর পর দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে জোড়া অলিম্পিক্স পদক জিতলেন তিনি। স্বাধীন ভারতে এই নজির আর কোনও ক্রীড়াবিদের নেই। ১৯০০ সালে নর্মান প্রিচার্ড অ্যাথলেটিক্সে ২টি রুপো জিতেছিলেন। তাঁর ইভেন্ট ছিল ২০০ মিটার স্প্রিন্ট ও ২০০ মিটার হার্ডল। মনুর জোড়া পদকই বন্দুক চালিয়ে। নর্ম্যান প্রিচার্ড, সুশীল কুমার, পিভি সিন্ধু ও নীরজ চোপড়ার সঙ্গে মনুও ভারতের একাধিক অলিম্পিক্স পদকজয়ী ক্রীড়াবিদ। নেটপাড়ায় তাঁর এই উত্তর সকলের হৃদয় জয়ে করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.