মণিপুরের নোনি জেলায় একটি বিশাল ভূমিধসের কারণে একটি নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ঘটনায় বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত আরও ৪০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জেলা প্রশাসন অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য জাতীয় এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা সংস্থার সাথে যোগাযোগ করছে।
জানা গিয়েছে ধসের ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে। নোনি থানার প্রায় ১৪ কিমি উত্তর-পূর্বে মাখুয়াম এলাকার কাছে অবস্থিত টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণ ক্যাম্পের কাছে ব্যাপক ভূমিধস আঘাত হানে। নিহতদের মধ্যে অনেকেই টেরিটোরিয়াল আর্মির সদস্য। তাঁরা সেখানে একটি রেললাইন নির্মাণের স্থান পাহারা দিচ্ছিল। এদিকে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অবিরাম বৃষ্টির জন্য বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জরুরি বৈঠক করেছেন। এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বীরেণ সিং লেখেন, ‘আজ টুপুলে ভূমিধসের পরিস্থিতি মূল্যায়নে জরুরি বৈঠক ডেকেছি। ইতিমধ্যেই তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। আসুন আজ তাঁদের জন্য প্রার্থনা করি। অপারেশনে সহায়তার জন্য চিকিৎসকদের সঙ্গে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।’