“বাংলায় ভোটের কাউন্টিং শেষ হয়ে যায়, কিন্তু নোটের কাউন্টিং শেষ হয় না। এখানে চুরির দায়ে মন্ত্রীরা জেলে”। তারাপীঠে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মানিক সাহা। এদিন রামপুরহাট থানার চাকপাড়া গ্রামের অস্থায়ী হেলিপ্যাডে তাঁর হেলিকপ্টার নামে। সেখান থেকে সোজা চলে যান তারাপীঠে। মন্দিরে পুজো দিয়ে বলেন দেশের শান্তি চাইলাম।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সাহা বলেন, “বাংলায় কোন উন্নয়ন হয়নি। তৃণমূলের নেতা মন্ত্রীরা জেলে। এখানে প্রতিদিন টাকা উদ্ধার হচ্ছে। ভোটের কাউন্টিং শেষ হয়, কিন্তু নোটের কাউন্টিং শেষ হয় না। তাই প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য কাজ করছেন। সেই কারণেই প্রধানমন্ত্রী গ্যারান্টি দিচ্ছেন। আমি মা তারার কাছে প্রার্থনা করলাম বাংলাকে শান্তিতে রাখুন। ত্রিপুরা সরকার যেভাবে চলছে সেভাবেই বাংলায় বিজেপি দখল করে মানুষের উন্নয়নে কাজ করুক”। বিকেলে সাঁইথিয়ায় বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে রোড শো করেন তিনি।